জেলে মৃত্যু

চিনের সিচুয়ান প্রদেশের কারাগারে মারা গেলেন এক তিব্বতি ধর্মীয় নেতা। তেনজিন ডেলেক রিনপোচে নামে বছর পয়ষট্টির ওই নেতাকে ২০০২ সালে গ্রেফতার করে চিন। তাঁর বিরুদ্ধে সিচুয়ানের রাজধানী চেংদুতে ধারাবাহিক বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছিল।

Advertisement
শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৫ ০২:২৬
Share:

চিনের সিচুয়ান প্রদেশের কারাগারে মারা গেলেন এক তিব্বতি ধর্মীয় নেতা। তেনজিন ডেলেক রিনপোচে নামে বছর পয়ষট্টির ওই নেতাকে ২০০২ সালে গ্রেফতার করে চিন। তাঁর বিরুদ্ধে সিচুয়ানের রাজধানী চেংদুতে ধারাবাহিক বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছিল। তবে রিনপোচের পরিবার ও তিব্বত-পন্থী আন্দোলনকারীদের দাবি, এই নেতার বিরুদ্ধে সব অভিয়োগই ভুয়ো। রিনপোচের দুই বোনকে টেলিফোনে দাদার মৃত্যুর খবর দেন জেল কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement