ছিল বক্তৃতা, হয়ে গেল ‘ইস্তফা’! চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের খবরে বর্ণবিভ্রাট ঘটিয়ে সাসপেন্ড হলেন সে দেশের সরকারি সংবাদ সংস্থার চার সাংবাদিক। চিন-আফ্রিকা শীর্ষ সম্মেলনে চিনফিং বক্তৃতা দিয়েছেন, এ কথা লিখতে গিয়ে চিনা শব্দযুগল আগে পরে করে ফেলেন ওই সাংবাদিকেরা। ফলে, বক্তৃতার বদলে শব্দের অর্থ দাঁড়ায় ইস্তফা। রোমান হরফে শি (XI) দেখে তিনি একাদশ চিনফিং বলে ফেলেন দূরদর্শনে।