Viral video

করোনার আতঙ্কের মধ্যে ইরানের নার্সের ভিডিয়ো ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়

ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন মঙ্গলবার। সেখানে দেখা যাচ্ছে, এক মহিলা অ্যাপ্রন, মুখোশ, মাথায় নির্দিষ্ট টুপি পরে নাচছেন।

Advertisement

সংবাদ সংস্থা

তেহেরান শেষ আপডেট: ০৪ মার্চ ২০২০ ১৭:১৬
Share:

করোনার আতঙ্কের মাঝেই নাচ। ছবি: টুইটার থেকে নেওয়া।

চিনে উহান থেকে শুরু করে এখন বাকি এশিয়া এমনকি ইউরোপ-সহ বিশ্বের ৬০টি দেশ কাঁপছে করোনাভাইরাসের প্রকোপে। ভাইরাসের থেকেও দ্রুত ছড়াচ্ছে করোনার আতঙ্ক। তার মাঝেই এমন কিছু ছবি ভিডিয়ো সামনে আসছে, যা হয়তো একটু সাহস যোগাবে, ভয় কাটাবে। এমনই একটি ভিডিয়ো সামনে এল ইরান থেকে।

Advertisement

ইরানের সাংবাদিক মসিহ আলিনেজাদ তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন মঙ্গলবার। সেখানে দেখা যাচ্ছে, এক মহিলা অ্যাপ্রন, মুখোশ, মাথায় নির্দিষ্ট টুপি পরে নাচছেন। সম্ভবত মোবাইলে কেউ সেই দৃশ্য রেকর্ড করেন। পরে যেটি মসিহর টুইটার হ্যান্ডলে আপলোড হয়।

মসিহ জানিয়েছেন, ইরানে সর্বত্র ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। ইরানের চিকিত্সা কর্মীরা প্রচুর চাপের মধ্যে রয়েছেন। তার মধ্যেই কেউ তাঁর নাচের ভিডিয়ো পাঠিয়েছেন, দেখাতে চেয়েছেন এখনও তাঁদের মধ্যে মানবিক উদ্দীপনা বেঁচে রয়েছে। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানে নাচা নিষিদ্ধ।

Advertisement

আরও পড়ুন: দু’বছর ধরে বাড়েনি গাছ, গজায়নি নতুন পাতা, টব পরিবর্তন করতে গিয়ে রহস্য ফাঁস

আরও পড়ুন: আকাশে জ্বালানি ভরছে বিশাল বোমারু বিমান, ভিডিয়ো ছড়িয়ে দিল রুশ প্রতিরক্ষা মন্ত্রক

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement