ফেসবুক থেকে নেওয়া ছবি।
কত মানুষের কত রকমের পোষ্য থাকে। তাদের নিয়ে সকাল-বিকেল ঘুরতেও বের হন অনেকেই। তবে এমন কোনও আদরের পোষ্য নিয়ে কাউকে ঘুরতে যেতে দেখেছেন, যাকে দেখে বাজারের মানুষ ভয়ে পুলিশকে খবর দিয়েছেন? এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ইউটিউবের একটি চ্যানেলে দোসরা অক্টোবর ভিডিয়োটি পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রাস্তার ফুটপাতে এক যুবক একটি প্রায় ১২ ফুটের সাদা পাইথন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। দেখে মনে হচ্ছে তিনি যেন বাড়ির ছোট পোষা কুকুর নিয়ে ঘুরতে বেরিয়েছেন, এমনই স্বাভাবিক ভাবে তিনি ঘুরছেন। কিন্তু পথচলতি মানুষের কাছে তা মোটেই স্বাভাবিক ঘটনা নয় বরং ভীতিপ্রদ। স্বাভাবিক ভাবেই তাঁরা ভয় পেয়ে পুলিশে খবর দিয়ে দেন।
ঘটনাস্থলে পৌঁছে যান দু’ জন পুলিশ কর্মী। তাঁরাও ওই যুবকের সঙ্গে কথা বলতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করছিলেন না। যাই হোক, শেষ পর্যন্ত তাঁরা ওই যুবকের কাছ থেকে জানতে পারেন তিনি একজন পেশাদার সাপ-ধরিয়ে। ওই যুবক সাপটির সঙ্গে একটি ভিডিয়ো রেকর্ড করার পরিকল্পনা করছিলেন। আর তাঁর বন্ধুরা এই কাজে তাঁকে সাহায্য করছিল বলে মনে করে পুলিশ। কিন্তু এ ভাবে রাস্তায় সাপ নিয়ে ঘোরার অনুমতি দেয়নি পুলিশ। তাই পুলিশ কর্মীরা পাইথনটিকে বাড়ি নিয়ে যেতে বলেন ওই যুবককে।
আরও পড়ুন: খেতে খেতে প্রাণ যাওয়ার অবস্থা, শিকার ধরে কী অবস্থা হল দেখুন এই পাইথনের
আরও পড়ুন: শুভক্ষণে দুর্ঘটনা, চুম্বন মুহূর্তে প্রেমিকার পা মুখে লেগে নদীতে যুবক
ভিডিয়োতে দেখা যাচ্ছে, দুই পুলিশ কর্মীর সঙ্গে যখন ওই যুবক কথা বলছেন, তখন পাইথনটি রাস্তায় শুয়ে দোকানের দরজায় যেন মুখ দিয়ে টোকা দিচ্ছে, উপরে বেয়ে ওঠার চেষ্টা করছে। এটি ইংল্যান্ডের ব্রাইটন শহরের গত মঙ্গলবারের ঘটনা। আর এই গোটা ঘটনা দূরে দাঁড়িয়ে কেউ কেউ ক্যামেরাবন্দি করেন। পরে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।