একুশ বছর আগে আয়কর রিটার্ন দিতে গিয়ে তিনি জানিয়েছিলেন, ব্যবসায় ক্ষতি হয়েছে ৯০ কোটি ডলারেরও বেশি। একটি মার্কিন দৈনিকের দাবি, রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ওই ঘোষণার জেরে বহু বছর বৈধ আয়কর দেননি। ট্রাম্প শিবির কখনওই তাঁর আয়কর রিটার্ন প্রকাশ্যে আনেনি। নিউ ইয়র্কের ধনকুবের এই ব্যবসায়ীর ক্ষতির পরিমাণ যে ঠিক কত তা-ও তারা জানায়নি। তবে ক্ষয়ক্ষতি যে হয়েছিল, সে তথ্যও অস্বীকার করেনি। তবু মার্কিন দৈনিকটির অভিযোগ উড়িয়ে ট্রাম্প সমর্থকরা বলছেন, মনে হচ্ছে ওই দৈনিকটি ডেমোক্র্যাট প্রার্থী হিলাির ক্লিন্টনের হয়ে প্রচারের দায়িত্ব নিয়েছে।