তালিবানের অন্যতম ধর্মীয় নেতা শেখ রহিমুল্লাহ হক্কানি কাবুলে এক আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন। আফগানিস্তানের তালিবান সরকারের তরফে বৃহস্পতিবার এই খবর পাওয়া গিয়েছে।
আফগানিস্তানের তালিবান-শাসিত সরকারকে আনুষ্ঠানিক ভাবে ইসলামিক আমিরশাহি বলা হচ্ছে। সেই সরকারের অন্যতম মুখপাত্র বিলাল করিমিও এই খবরের সত্যতা স্বীকার করেছেন।
প্রথমে আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজের তরফে ট্যুইট করে জানানো হয়, ইসলামি ধর্মের পণ্ডিত, শিক্ষক শেখ রহিমুল্লাহ হক্কানি বৃহস্পতিবার কাবুলের একটি স্কুলবাড়ির কাছে আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন। সেই সময় একটি ধর্মীয় জলসায় বক্তৃতা করছিলেন হক্কানি। জলসায় উপস্থিত একজন ব্যক্তির কৃত্রিম পায়ের মধ্যে লুকিয়ে রাখা বিস্ফোরক থেকে বিস্ফোরণ ঘটে। টোলো নিউজের এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে আফগানিস্তানের তালিবান প্রশাসন।