imran khan

ইমরানের লং মার্চে বাধা নেই কোর্টের

আগামী শুক্রবার লাহোর থেকে ইসলামাবাদ লং মার্চের ডাক দিয়েছেন ইমরান খান। সে দিন সকাল ১১টার সময়ে তিনি দলের সব নেতা, কর্মী ও সমর্থককে  লাহোরের লির্বাটি চকে সমবেত হওয়ার ডাক দিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ০৫:৫৪
Share:

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল চিত্র।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের ‘লং মার্চ’-এর উপরে অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল শাহবাজ শরিফ সরকার। দেশের শীর্ষ আদালত আজ সেই আবেদন খারিজ করে দিয়েছে।

Advertisement

আগামী শুক্রবার লাহোর থেকে ইসলামাবাদ লং মার্চের ডাক দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সে দিন সকাল ১১টার সময়ে তিনি দলের সব নেতা, কর্মী ও সমর্থককে লাহোরের লির্বাটি চকে সমবেত হওয়ার ডাক দিয়েছেন। সেখান থেকে তাঁরা সবাই প্রায় ৪০০ কিলোমিটার হেঁটে ইসলামাবাদে যাবেন, জানান ইমরান। এই দীর্ঘ রাস্তায় আরও পিটিআই কর্মী-সমর্থক এসে পদযাত্রায় যোগ দেবেন, এমন আশাও প্রকাশ করেছেন তিনি। এই পদযাত্রাকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়ে সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। আজ আদালতে সরকারি কৌঁসুলি জানান, সুপ্রিম কোর্ট ইমরানকে শান্তিপূর্ণ পদযাত্রা করার অনুমতি দিয়েছিল। কিন্তু তাঁর বক্তৃতায় ইমরান ক্রমাগত ‘অভিযান’, ‘হামলা’ এই ধরনের শব্দ ব্যবহার করে যাচ্ছেন। সরকার পক্ষের হয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমির রহমান আদালতে দাবি করেন, ‘‘ইমরানের বক্তৃতা থেকেই স্পষ্ট, শান্তি ভঙ্গ করাই তাঁর উদ্দেশ্য। রাজধানীতে যাতে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে তার জন্য ইমরানের এই পদযাত্রা বাতিল করা হোক।’’

সরকারের এই আর্জির জবাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আটা বান্দোয়ান জানান, প্রতিবাদ করার অধিকার দেশের সব মানুষের আছে। আইন না ভেঙে যদি পিটিআইয়ের কর্মী-সমর্থকেরা পদযাত্রা করে ইসলামাবাদে যান, তা হলে তাঁদের কেন বাধা দেওয়া হবে? তবে একই সঙ্গে পিটিআই প্রধানের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘‘আপনার দলের কোনও কর্মী সমর্থক যাতে কোনও হিংসাত্মক আচরণে উস্কানি না-দেয়, সে দিকে আপনাকেই নজর রাখতে হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement