সম্প্রতি উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে তাঁর বই আন্তর্জাতিক ভাবে প্রকাশিত হয়েছে।
রোজের ইঁদুর দৌড়ে জিততে গিয়ে আমরা আবেগকে দূরে সরিয়ে রাখি। তার ফলে বাসা বাঁধে মানসিক রোগ, অবসাদ। অধ্যাপক আরপি বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বইয়ে এগুলিই উঠে এসেছে বিষয় হিসাবে। বইয়ে এ সব সমস্যার মোকাবিলার পথও বাতলে দিয়েছেন তিনি। সম্প্রতি উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে তাঁর বই আন্তর্জাতিক ভাবে প্রকাশিত হয়েছে।
লাস ভেগাসের হলিউড রিসর্টে গত ১ থেকে ৩ জুলাই অনুষ্ঠিত হয় উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন। প্রতি বছর উত্তর আমেরিকার বাঙালিরা এই সম্মেলনের আয়োজন করেন। এ বছর সম্মেলনে আন্তর্জাতিক ভাবে প্রকাশিত হল ইআইআইএলএম কলকাতার ডিরেক্টর এবং চেয়ারম্যান অধ্যাপক আরপি বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বই। সম্মেলনে সত্যজিৎ রায় শতবার্ষিকী জীবনকৃতী সম্মানও পেয়েছেন লেখক। সেখানেই আন্তর্জাতিক ভাবে প্রকাশিত হয় তাঁর বই ‘স্ট্রেস ম্যানেজমেন্ট থ্রু মাইন্ড ইঞ্জিনিয়ারিং’। বইটি এর আগে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিত হয়।