জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উত্সস্থল ক্রাইস্টচার্চ থেকে ৯১ কিলোমিটার দূরে। জারি হয়েছে সুনামি সতর্কতা। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত খবর পাওয়া যায়নি। তবে কম্পনের উত্সস্থলের থেকে ১৩১ কিলোমিটার দূরের ওয়েলিংটনে বেশ কিছু জায়গায় বিদ্যুত্ ব্যবস্থা বিপর্যস্ত। কিছু বাড়ির জানলাও ভেঙে পড়েছে। কম বেশি কম্পন অনুভূত হয়েছে গোটা নিউজিল্যান্ড জুড়েই।
গত সেপ্টেম্বরেই ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপেছিল নর্থ আইল্যান্ড। সে সময় সম্পত্তির ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি।
২০১১-য় ক্রাইস্টচার্চে প্রবল ভূমিকম্প হয়। সে সময় শহরের বেশির ভাগটাই প্রায় তছনছ হয়ে গিয়েছিল। মৃত্যু হয়েছিল ১৮৫ জনের।
বিশেষজ্ঞরা জানান, প্যাসিফিক রিং-এর মধ্যে থাকায় মাঝে মধ্যেই ভূমিকম্প হয় নিউজিল্যান্ডে।
আরও পড়ুন: বালুচিস্তানে দরগায় বিস্ফোরণ, হত অন্তত ৫২, জখম শতাধিক