পাক পার্লামেন্টে ভরসা এ বার সৌর বিদ্যুৎই

এ বার থেকে সম্পূর্ণ সৌরবিদ্যুতের উপরেই নির্ভর করবে পাকিস্তানের পার্লামেন্ট। বিশ্বের আর কোথাও এ নজির নেই। পাক পার্লামেন্টের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি সৌরবিদ্যুতে বদলে দেওয়ার এই প্রকল্পে সাহায্য করেছে চিন।

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:৪৪
Share:

এ বার থেকে সম্পূর্ণ সৌরবিদ্যুতের উপরেই নির্ভর করবে পাকিস্তানের পার্লামেন্ট। বিশ্বের আর কোথাও এ নজির নেই। পাক পার্লামেন্টের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি সৌরবিদ্যুতে বদলে দেওয়ার এই প্রকল্পে সাহায্য করেছে চিন।

Advertisement

মঙ্গলবার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ একটি সুইচে হাত রাখতেই সৌর বিদ্যুতে আলোকিত হয়ে উঠল গোটা পার্লামেন্ট। নওয়াজ জানান, ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে এই প্রথম বার পাক পার্লামেন্ট বিদ্যুতের ব্যাপারে স্বনির্ভর হল, এবং তা সম্ভব হয়েছে এই সৌর প্রকল্পের জন্যই। গত বছর চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের পাক সফরের সময় এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করেন শরিফ। যার জন্য চিন থেকে মিলেছে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ ডলার অনুদান। পার্লামেন্টের স্পিকার আয়াজ সিদ্দিক জানিয়েছেন, এই সৌর প্রকল্প থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব, তবে গোটা পার্লামেন্ট চালানোর জন্য ৬২ মেগাওয়াট বিদ্যুৎই যথেষ্ট। বাকি ১৮ মেগাওয়াট বিদ্যুৎ দেশের কাজে লাগানোর জন্য জাতীয় বিদ্যুৎ গ্রিডে দেওয়া হবে হবে বলে জানান তিনি।

নওয়াজ আরও বলেন, ‘‘পাকিস্তানের সঙ্গে চিনের সুসম্পর্কের স্মারক এই প্রকল্প।’’ পার্লামেন্টের দেখাদেখি এ বার অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানও এই পরিবেশ বান্ধব বিদ্যুৎ ব্যবহারে আগ্রহী হবে বলেই আশা প্রধানমন্ত্রীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement