ঝাং-এর আঙুলের এক্স-রে। ছবি সংগৃহীত।
পাহাড়ে কাজ করতে গিয়েছিলেন ৬০ বছরের ঝাং। সেখানে পাহাড়ের জঙ্গলে তাঁর হাতে কামড়ে দেয় দিনাগকিস্ট্রোজন অ্যাকুটাস নামের সাপ। সেই বিষধর সাপের কামড় খেয়ে ভয় পেয়ে যান ঝাং। নিজের প্রাণ বাঁচানোর ভয়ে তিনি ছুরি দিয়ে নিজের তর্জনী কেটে নেন। তার পর সেখানে লাগিয়ে নেন দড়ি। ঝাং-এর এই ‘কাণ্ড’ নিয়েই আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
এর পর ঝাংকে নিয়ে যাওয়া হয় হাংঝাউ হসপিটাল অফ ট্রাডিশনাল চাইনিজ মেডিসিনে। সেখানকার চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা করেন ওই ব্যক্তির। সেখানকার এক চিকিৎসক য়ুয়ান চেংদা জানিয়েছেন ঝাং এসে বলেছিল, ‘‘জীবন বাঁচাতে আমি আঙুল কেটে ফেলেছি।’’
এ ব্যাপারে ওই চিকিৎসকরা বলেছেন, ওই ব্যক্তি ভেবেছিলেন সাপ কামড়ানোর পর পরই মরে যাবেন তিনি। এই ভুলের বশবর্তী হয়েই তিনি আঙুল কেটেছিলেন। সেই আঙুল কাটা অপ্রয়োজনীয় ছিলেন বলেও জানিয়েছেন ওই চিকিৎসক।
দিনাগকিস্ট্রোজন অ্যাকুটাস একটি বিষধর সাপ। চিনের দক্ষিণ-পূর্ব, ভিয়েতনামের উত্তরাংশ ও তাইওয়ানে এই সাপের দেখা মেলে।
আরও পড়ুন: খেলনা ভেবে লাইটার চিবোতে গিয়ে আগুন ধরিয়ে ফেলল বিড়ালছানা! ভিডিয়ো ভাইরাল
আরও পড়ুন: ওয়ার্ল্ড সিরিজে মজে মহাকাশে বেসবল খেলছেন নাসার মহাকাশচারীরা! দেখুন ভিডিয়ো-