অনেক দিন ধরেই পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর (এনএসজি) সদস্য হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। কিন্তু চিনের সাহায্যে পাকিস্তান সফল ভাবে ভারতের সেই চেষ্টা আটকে দিয়েছে বলে জানালেন পাক প্রধানমন্ত্রীর বিদেশ নীতি বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ। সেনেটে এই দাবি করেন তিনি। এনএসজি-র সদস্য দেশগুলিই পরমাণু প্রযুক্তির ব্যবসা ও সরবরাহ করতে পারে। পরমাণুর প্রসার রোধেও কাজ করে এই গোষ্ঠী। আমেরিকার মতো দেশ চায় ভারত এনএসজি-র সদস্য হোক। শুধু বেজিং নয়াদিল্লিকে শর্তসাপেক্ষে সমর্থন দেওয়ার কথা বলেছে।
চিন কি অন্য কোনও দেশকে এই গোষ্ঠীর সদস্য করতে চায়? চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ‘‘এনএসজি-র পরিধি বাড়াতে গেলে সদস্য দেশগুলিকে আলোচনার মাধ্যমে সহমতে আসতে হবে। এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তি গোষ্ঠীর অভ্যন্তরীণ বিষয়। এনএসজি-র পরিধি বাড়ানো নিয়ে সদস্য দেশগুলির আরও বিচক্ষণতা এবং সতর্কতা প্রয়োজন।’’ তবে গত নভেম্বরেই সংবাদমাধ্যমে খবর বেরিয়েছিল, বেজিং ইসলামাবাদকে আশ্বস্ত করেছে, ভারত এনএসজি-র সদস্য হলে পাকিস্তানও যাতে এনএসজি-র সদস্য হতে পারে, তা নিশ্চিত করবে চিন।