টুকরো খবর

দক্ষিণ-পশ্চিম চিনে রবিবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশো। একটানা ভারী বৃষ্টিপাতের জেরে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। ভূমিকম্প কবলিত ইউনান প্রদেশে কয়েক হাজার সেনা, পুলিশ এবং দমকল কর্মী পাঠিয়েছেন চিন কর্তৃপক্ষ। পাঠানো হয়েছে ৮টি বিমানও।

Advertisement
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৪ ০২:১১
Share:

চিনে ভূকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪০০

Advertisement

দক্ষিণ-পশ্চিম চিনে রবিবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশো। একটানা ভারী বৃষ্টিপাতের জেরে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। ভূমিকম্প কবলিত ইউনান প্রদেশে কয়েক হাজার সেনা, পুলিশ এবং দমকল কর্মী পাঠিয়েছেন চিন কর্তৃপক্ষ। পাঠানো হয়েছে ৮টি বিমানও। ঘটনাস্থল পরিদশর্নে গিয়েছেন প্রধানমন্ত্রী লি খ্যছিয়াং। ভূমিকম্প ভগ্নস্তূপে পরিণত করেছে ঝাওতং এবং কুজিংএই দুই শহরকে। বাড়িঘর হারিয়ে আকাশের নীচে রাত কাটাচ্ছে কয়েক হাজার মানুষ। কেউ বা ধ্বংসস্তূপ হাতড়ে বেড়াচ্ছে প্রিয়জনের খোঁজে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বিগত ১৪ বছরে এত বিধ্বংসী ভূমিকম্প হয়নি এই অঞ্চলে। চর্তুদিকে ভেঙে পড়ে রয়েছে সিমেন্টের চাঙড়। ক্ষতিগ্রস্ত কম করে লাখ দশেক মানুষ।

Advertisement

মায়ের ভূমিকায়

সন্তান অসুস্থ জন্ম নেওয়ায় দাত্রী মায়ের (সারোগেট মাদার) কাছ থেকে তাকে গ্রহণ করতে চাননি অস্ট্রেলিয়ার দম্পতি। কিন্তু সোমবার তাইল্যান্ডের দাত্রী মা পাট্টারমন চানবুয়া জানান, তিনি সাত মাসের এই পুত্র সন্তানকে নিজের কাছে রেখে মানুষ করবেন। তাঁর কথায়, “এই ঘটনায় আমি অত্যন্ত আনন্দিত।” চানবুয়া এবং সাত মাসের গ্র্যামির ঘটনা ঘিরে গর্ভ ভাড়া নিয়ে বিশ্ব জুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। অস্ট্রেলিয়ার এক দম্পতি ২১ বছরের চানবুয়ার গর্ভ ভাড়া নিয়েছিলেন। কিন্তু জন্ম থেকেই গ্র্যামি ‘ডাউন সিনড্রোমে’ আক্রান্ত। তাই তাকে গ্রহণ করেননি অস্ট্রেলিয়ার দম্পতি। চানবুয়া বলেন, “অস্ট্রেলিয়ার দম্পতির এই সিদ্ধান্তের পরেও আমি কখনও গ্র্যামিকে ছাড়ার কথা ভাবিনি। গ্র্যামি আমারই ছেলে। আমি ওকে নিজের ছেলের মতোই ভালবাসি।”

ঘাতক নিজস্বী

বন্দুক মাথায় ঠেকিয়ে ‘পোজ’ দিয়ে তুলতে গিয়েছিলেন নিজস্বী। কিন্তু বেখেয়ালে বন্দুকের ট্রিগারে চাপ পড়ে গুলি ছিটকে মারা গেলেন বছর একুশের অস্কার ওটেরো ওগিলার। সোমবার মেক্সিকো সিটির ঘটনা। অস্কারের এক প্রতিবেশী জানান, তাঁর বাড়ি থেকে একটা গুলির শব্দ ও চিৎকার শুনে ছুটে গিয়ে দেখেন, মাথায় গুলি লেগে অস্কার পড়ে রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement