লাইভ: গুলির লড়াই শেষ, রক্তাক্ত পাক বিশ্ববিদ্যালয়

ফের বড়সড় সন্ত্রাসবাদী হামলার শিকার হল পাকিস্তান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৬ ১১:১৭
Share:

বাচা খান বিশ্ববিদ্যালয়ে জঙ্গিদের সঙ্গে লড়াই চালাচ্ছে পাক নিরাপত্তাকর্মী। ছবি : এএফপি।

• এই মুহূর্তে গোটা বিশ্ববিদ্যালয় চত্বর সেনাবাহিনীর দখলে।

Advertisement

• দুপুর ১২-৫৮: সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, পাক বিশ্ববিদ্যালয়ে গুলির লড়াই শেষ হয়েছে। অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।

• বিশ্ববিদ্যালয় চত্বর আকাশপথে নজরদারি চালাচ্ছে সেনাবাহিনীর হেলিকপ্টার।

Advertisement

• দুপুর ১২-১৫-র খবর: বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনও ৮ থেকে ১০ জঙ্গি রয়েছে বলে আশঙ্কা। পণবন্দি করে রাখা হয়েছে বেশ কয়েকজন ছাত্র, শিক্ষককে।

• এখনও পর্যন্ত ১৫ জন ছাত্র, শিক্ষকের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

• দুপুর ১২-৩০: চার জঙ্গির মৃত্যু জানাল পাক সেনা।

• ছাত্রদের মাথা লক্ষ্য করে এলোপাথড়ি গুলি, ৬০-৭০ ছাত্রের মাথায় গুলি লেগেছে দাবি প্রত্যক্ষদর্শীর।

• চলছে দু’পক্ষের গুলির লড়াই

• ঘটনাস্থলে পৌঁছে গেছে পাক সেনাবাহিনী।

• বেশ কয়েক জন শিক্ষক এবং ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন।

• শোনা গিয়েছে বিস্ফোরণের আওয়াজও।

• ২০১৪ সালে পোশোয়ারের মিলিটারি স্কুলের ধাঁচে এই আক্রমণ চালানো হয়েছে। সেই হামলায় মৃত্যু হয়েছিল ১৪০ জনের।

• বাচা খানের জন্মদিনের অনুষ্ঠান চলছিল বিশ্ববিদ্যালয়ে।

• বহু ছাত্র এবং অধ্যাপকের সঙ্গে ভিতরে আটকে আছেন ছ’শ জন অতিথিও।

• সম্ভবত চার জন জঙ্গি ঢুকে পড়েছে ওই বিশ্ববিদ্যালয় চত্বরে। প্রায় তিন হাজার ছাত্র ওই বিশ্ববিদ্যালয়ে পড়েন।

• এলোপাথা়ড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা।

• ফের বড়সড় সন্ত্রাসবাদী হামলার শিকার হল পাকিস্তান। আজ, বুধবার সকাল ন’টা নাগাদ উত্তর পশ্চিম পাকিস্তানের পেশোয়ারে বাচা খান বিশ্ববিদ্যালয়ে হঠাৎ-ই বন্দুকবাজেরা ঢুকে পড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement