দাবি মেয়রের

শিলিগুড়িতে আগ্রহী চিন

শিলিগুড়ি শহরে ব্যবসায় চিনের আগ্রহ রয়েছে। রবিবার উত্তরবঙ্গ সফরে এসে চিনের একটি প্রতিনিধি দল ওই কথা জানিয়েছে বলে দাবি শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৫ ০৩:১৬
Share:

চিনের প্রতিনিধির সঙ্গে মেয়র।

শিলিগুড়ি শহরে ব্যবসায় চিনের আগ্রহ রয়েছে। রবিবার উত্তরবঙ্গ সফরে এসে চিনের একটি প্রতিনিধি দল ওই কথা জানিয়েছে বলে দাবি শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের।

Advertisement

কলকাতায় দায়িত্বে থাকা চিনের ডেপুটি কনস্যুলেট জেনারেল এ দিন আলাপচারিতায় এ ব্যাপারে মত প্রকাশ করেছেন বলে দাবি শিলিগুড়ি পুর কর্তৃপক্ষের। শিলিগুড়িতে চিনে প্রস্তুত মোবাইল ফোনের একটি বিপণিতেও এ দিন যান প্রতিনিধি দলের সদস্যরা। সৌজন্য সাক্ষাৎ করতেই চার জনের ওই প্রতিনিধি দলটি শিলিগুড়ি এসেছে বলে জানা যায়। দলে ছিলেন কলকাতায় দায়িত্বে থাকা চিনের ডেপুটি কনস্যুলেট জেনারেল মাওয়ই ঝাউ, কনস্যুলেট (প্রশাসনের প্রধান) বাও সেংগ জিয়াংগ, অর্থ এবং বাণিজ্য বিভাগের কনসুলেট দউ আইডং, সাও ইউজিন। তাঁরাই শিলিগুড়ি শহরে ব্যবসায় বিনিয়োগের ব্যাপারে উৎসাহ প্রকাশ করেন বলে পুর কর্তৃপক্ষের দাবি।

চিন থেকে প্রচুর পর্যটক বেড়াতে আসেন এলাকায়। বৌদ্ধিক আচারকে কেন্দ্র করে অনেক ঘোরার জায়গা রয়েছে এখানে। আরও বেশি সংখ্যায় সেখান থেকে পর্যটকরা এলে পর্যটনেরও প্রসারও হবে। তাই বিষয়টির উপর গুরুত্ব দেওয়ার বিষয়টি মেয়র জানান বলে দাবি। চিন ছাড়া নেপাল, ভুটান, বাংলাদেশের মতো সীমান্ত ঘেঁষা হওয়ায় শিলিগুড়ির অবস্থান গত গুরুত্ব তুলে ধরেন তিনি। ডেপুটি কনস্যুলেট জেনারেল মাওয়ই ঝাউ বলেন, ‘‘সৌজন্য সাক্ষাৎ করতেই আসা। মেয়রের সঙ্গে কথা হয়েছে। যা বলার তিনিই বলবেন।’’ এ দিন প্রথম সাক্ষাতেই তাঁরা জানান, মেয়র হিসেবে অশোকবাবুর নাম তাঁরা জানেন। মেয়র অশোক ভট্টাচার্য বলেন, ‘‘এই দেশের সঙ্গে তারা সম্পর্ক দৃঢ করতে চায়। তাদের শহরের সঙ্গে আমাদের শহরের সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।’’ পাশাপাশি পুর কর্তৃপক্ষের তরফে চিনে বিভিন্ন পুরসভা কী পদ্ধতিতে চলে সে ব্যাপারে খোঁজ নেন মেয়র। চিনের বেশ কিছু শহর পরিদর্শনের আগ্রহের কথাও জানিয়েছেন শিলিগুড়ি
পুর কর্তৃপক্ষ।

Advertisement

মেয়র জানান, চিনে পুরসভাগুলিতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সিটি গভর্নেন্স জানতে আগ্রহী তাঁরা। প্রতিনিধিদের জানানো হয়েছে, চিন থেকে যখন বিভিন্ন ক্ষেত্রে কোনও দল এ দেশে আসে তখন তার মধ্যে শিলিগুড়িকেও অন্তর্ভুক্ত করার জন্য আর্জি জানান মেয়র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement