দুলাল ফিরলেন তৃণমূলে

সব ধোঁয়াশা কাটিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে ফিরলেন বাগদার বিধায়ক দুলাল বর। মঙ্গলবার তাঁর কয়েক জন অনুগামীকে নিয়ে তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন দুলালবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৮ ০৩:৪১
Share:

সব ধোঁয়াশা কাটিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে ফিরলেন বাগদার বিধায়ক দুলাল বর। মঙ্গলবার তাঁর কয়েক জন অনুগামীকে নিয়ে তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন দুলালবাবু। পরে তিনিই ঘোষণা করেন, ‘‘তৃণমূলে আসা ছাড়া আমার উপায় ছিল না। পঞ্চায়েত ভোটে তৃণমূলের হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন পার্থদা।’’

Advertisement

তৃণমূলের পুরনো কর্মী দুলালবাবুকে দু’বছর আগে তৃণমূল প্রার্থী না করায় বাগদায় কংগ্রেসের টিকিটে বিধায়ক হন দুলাল। তার পর থেকেই তৃণমূলে ফিরতে চাইছিলেন তিনি। এ দিন তিনি তৃণমূলে ফিরে আসায় তাঁর কয়েক জন অনুগামীকে পঞ্চায়েতে প্রার্থী করার আশ্বাস দেওয়া হয়েছে বলে দুলালবাবুর দাবি। তাঁর সঙ্গে পার্থবাবুর সঙ্গে দেখা করতে এসেছিলেন বাগদার দু’জন প্রাক্তন ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement