Jagdeep Dhankhar

রাজভবনে মুখ্যসচিব, ভোট-পরবর্তী হিংসার রিপোর্টে সন্তুষ্ট নন রাজ্যপাল

রাজ্যে ভোট-পরবর্তী হিংসা নিয়ে রবিবার মুখ্যসচিবকে তলব করেছিলেন ধনখড়। সেই মতো সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে রাজভবনে হাজির হন মুখ্যসচিব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ২০:৩৭
Share:

রাজ্যপাল-মুখ্যসচিব বৈঠক।

রাজ্যপালের ডাকে রাজভবনে গেলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সোমবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজভবনে দেড় ঘণ্টা বৈঠক করেন তিনি। ভোট-পরবর্তী হিংসা নিয়ে তাঁদের মধ্যে ওই বৈঠক বলে রাজভবন সূত্রে জানানো হয়েছে।

রাজ্যে ভোট-পরবর্তী হিংসা নিয়ে প্রথম থেকেই সরব রাজ্যপাল। রবিবার ওই বিষয়ে জানতে চেয়ে মুখ্যসচিবকে তলব করেছিলেন তিনি। সেই মতো সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে রাজভবনে হাজির হন মুখ্যসচিব। ভোট-পরবর্তী হিংসা নিয়ে বেশ কিছু রিপোর্ট রাজ্যপালের হাতে তুলে দেন তিনি। তবে সেই রিপোর্টে সন্তুষ্ট হননি ধনখড়। মুখ্যসচিব রাজভবন থেকে বেরিয়ে যাওয়ার পরই তা নিয়ে টুইটে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাজ্যপাল টুইটে লেখেন, ‘ভোট-পরবর্তী হিংসা নিয়ে মুখ্যসচিবের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল। তিনি বিস্তারিত রিপোর্ট দিতে পারেননি। আরও বিস্তারিত তথ্য তাঁর কাছ থেকে চাওয়া হয়েছিল। বিস্তারিত তথ্য নিয়ে আবার আসতে বলা হয়েছে।’

এই প্রথম নয়, এর আগেও ভোট-পরবর্তী হিংসা নিয়ে মুখ্যসচিবকে তলব করেছিলেন রাজ্যপাল। তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় হিংসার রিপোর্ট জমা দিয়েছিলেন রাজ্যপালের কাছে। রাজ্যপাল অবশ্য তাতেও সন্তুষ্ট হননি। হিংসা দেখতে তিনি নিজেই রাজ্য সফরে বেরিয়ে পড়েন। যা নিয়ে রাজভবন ও রাজ্য সরকারের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। এ ছাড়া নির্বাচনের পর থেকে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে এই মর্মে লাগাতার টুইট করেন ধনখড়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement