Injured

তপ্ত পাড়ুই, দুষ্কৃতীর বোমায় আহত তৃণমূল কর্মী

রাতে দেবগ্রাম থেকে শিমুলিয়ায় নিজের বাড়ি ফিরছিলেন ইউসুফ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৮ ২৩:০০
Share:

হাসপাতালে আহত তৃণমূল কর্মী। — নিজস্ব চিত্র।

ফের তপ্ত বীরভূমের পাড়ুই। শুক্রবার সন্ধ্যায় দুষ্কৃতীরা হামলা চালায় এক তৃণমূল কর্মীর উপর। দুষ্কৃতীর বোমায় গুরুতর আহত হন পাড়ুই-এর সাত্তোর অঞ্চল কমিটির সদস্য শেখ ইউসুফ (৪২)।

Advertisement

পুলিশ জানিয়েছে, রাতে দেবগ্রাম থেকে শিমুলিয়ায় নিজের বাড়ি ফিরছিলেন ইউসুফ। তখনই কয়েক জন দুষ্কৃতী তাঁর উপর বোমা নিয়ে হামলা চালায়। বোমার আঘাতে আহত হন তিনি। এর পরই দুষ্কৃতীরা দ্রুত ওই এলাকা ছে়ড়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তৃণমূল নেতাকে আনা হয় বোলপুর মহকুমা হাসপাতালে।

এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ‘‘দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। ওদের লক্ষ্য ছিল ধানের এক আড়তদার। ভুল করে ইউসুফের উপর হামলা করে ফেলেছে।’’ তিনি আরও বলেন, ‘‘পুলিশ জানিয়েছে দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাদের গ্রেফতার করা হবে।’’

Advertisement

আরও পড়ুন: চার বছরে মোদীর বিদেশ সফরে খরচ ৩৫৫ কোটি!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement