মঙ্গলবার, ২২শে শ্রাবণের সকালে উপাসনাগৃহে চলছে উপাসনা। — নিজস্ব চিত্র।
১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ। প্রয়াত হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবি চেয়েছিলেন, তাঁর শ্রাদ্ধ হবে শান্তিনিকেতনে ‘ছাতিম গাছের তলায়, বিনা আড়ম্বরে বিনা জনতায়’। কবির প্রয়াণ দিবসে শোকসভা করে নয়, বরং নতুন প্রাণের আবাহনের মধ্য দিয়েই তাঁকে অমর করে রেখেছে বিশ্বভারতী। মঙ্গলবারও প্রথা মেনে ভোরবেলায় গৌরপ্রাঙ্গণে বৈতালিক, বিশেষ উপাসনা, বৃক্ষরোপণ এবং কবিকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বাইশে শ্রাবণ পালিত হল বিশ্বভারতীতে।
আত্মবিশ্লেষণ, প্রচেষ্টা, মানবতা প্রভৃতি বিষয় নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনাচিন্তাকে তুলে ধরেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। মঙ্গলবার, কবির প্রয়াণ দিবসে বিশেষ উপাসনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি-র চেয়ারম্যান তথা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জগদেশ কুমার। উপস্থিতি ছিলেন শিক্ষক, কর্মী, পড়ুয়া, আশ্রমিকেরা। এ দিন সঙ্গীত পরিবেশন, বৈদিক মন্ত্র পাঠের মধ্য দিয়ে কবিকে স্মরণ করা হয়। এর পরে উপাসনাগৃহে ‘আগুনের পরশমণি...’ গেয়ে শোভাযাত্রা করে উদয়নগৃহে পৌঁছে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করেন বিশ্বভারতীর উপাচার্য, প্রধান অতিথি।
১৩৪৯ বঙ্গাব্দ থেকেই বাইশে শ্রাবণ দিনটি বৃক্ষরোপণ উৎসব হিসেবে পালিত হয়ে আসছে শান্তিনিকেতনে। জীবদ্দশায় কবি বহুবার পালন করেছেন বৃক্ষরোপণ উৎসব। ১৩৩২ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ, নিজের জন্মদিনে উত্তরায়ণের উত্তরে কবি পঞ্চবটী প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর মৃত্যুর পর থেকে সেই বৃক্ষরোপণের দিন স্থির হয়ে যায় বাইশে শ্রাবণে। এ দিনও শান্তিনিকেতন বাড়ি থেকে শোভাযাত্রার মধ্যে দিয়ে প্রতীকী পিয়াল ও শিশুর চারা নিয়ে এসে আম্রকুঞ্জে রোপণ করা হয়। এ বছরও বৃক্ষরোপণের পরের দিন, অর্থাৎ আজ বুধবার শ্রীনিকেতন মেলার মাঠে হলকর্ষণ উৎসব হবে।
সন্ধ্যায় কবিকে স্মরণ করে লিপিকা প্রেক্ষাগৃহে সঙ্গীতভবনের অনুষ্ঠান ছিল। বিশ্বভারতীর পড়ুয়া দেবাদ্রিতা চট্টোপাধ্যায়, অনুসা পাল বলেন, “সেই কবে রবীন্দ্রনাথ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আজও উপাসনায় যখন গান ও মন্ত্রপাঠ যখন হচ্ছিল, তখন আমরা যেন তাঁর উপস্থিতি ভীষণ ভাবে অনুভব করছিলাম।’’ মঙ্গলবার থেকে শুরু হওয়া রবীন্দ্র সপ্তাহ চলবে ১৪ আগস্ট পর্যন্ত। ১৬ তারিখ বর্ষামঙ্গলের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। এ দিন শান্তিনিকেতন কবিগুরু হস্তশিল্প মার্কেটেও রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস পালন করা হয়।