গোষ্ঠীদ্বন্দ্বে তপ্ত নানুরের গ্রাম

ফের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে অল নানুরে। দলীয় জনসভায় যোগ দেওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বিবাদে উত্তপ্ত হয়ে উঠল নানুরের আতকুলা গ্রাম। দিন কয়েক আগে নানুরেরই কীর্ণাহার ১ নম্বর পঞ্চায়েতের সামনে দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অনুগামীদের বিরুদ্ধে কাজল শেখের গোষ্ঠীর এক কর্মীকে খুনের চেষ্টা এবং এক কর্মীকে খুনের অভিযোগ উঠে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নানুর শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৫ ০০:৪৪
Share:

ফের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে অল নানুরে। দলীয় জনসভায় যোগ দেওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বিবাদে উত্তপ্ত হয়ে উঠল নানুরের আতকুলা গ্রাম। দিন কয়েক আগে নানুরেরই কীর্ণাহার ১ নম্বর পঞ্চায়েতের সামনে দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অনুগামীদের বিরুদ্ধে কাজল শেখের গোষ্ঠীর এক কর্মীকে খুনের চেষ্টা এবং এক কর্মীকে খুনের অভিযোগ উঠে। অন্যদিকে বালিগুনি গ্রামে অনুব্রত মণ্ডলের এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠে কাজল গোষ্ঠীর বিরুদ্ধে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বোলপুরে পুর মন্ত্রী ফিরহাদ হাকিমের জনসভায় যোগ দেওয়াকে কেন্দ্র করে আতকুলা গ্রামের দুই গোষ্ঠীর বিবাদ বাধে। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা আব্দুল কেরিম খান বলেন, ‘‘এটা গোষ্ঠী দ্বন্দ্বের কোনও বিষয় নয়। কাজল শেখ তৃণমূলেরই কেউ নন। তাই তাঁর গোষ্ঠী ধর্তব্যের মধ্যেই পড়ে না। আসলে একদল দুষ্কৃতী আমাদের কর্মী-সমর্থকদের বোলপুর জনসভায় যোগ দেওয়া আটকাতে চেয়েছিল। তা না পেরে এক সমর্থকের বাড়ি ভাঙচুর এবং এক সমর্থকের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে।’’ কেরিম জানান, প্রতিবাদে বুধবার সকাল থেকে বাসাপাড়া এলাকায় অবরোধের ডাক দেওয়া হয়েছে। অবরোধ করার জন্য দলের পক্ষ থেকে স্থানীয় নেতৃত্বও থাকবেন বাসাপাড়ায়।

কাজল শেখ বলেন, ‘‘আমি তৃণমূলের কিনা তা এলাকার মানুষই বলবেন। আসলে দুষ্কৃতীদের নিয়ে কেউ কেউ দলভারি করতে চাইছেন। তারাই আমাদের কর্মী-সমর্থকদের যাওয়া আটকাতে চেয়েছিল। না পেরে নিজেরাই বাড়ি ভাঙচুর করে। এর আগেও ওরা নিজেরা এলাকায় অশান্তি বাড়িয়েছে। স্থানীয় মানুষের মধ্যে নানা ভাবে উত্তেজনা ছড়িয়েছে। এবং নিজেরাই এখন আগুন ধরিয়ে মিথ্যা অভিযোগ করছে। ওদের পায়ের তলা থেকে মাটি সরছে দিন দিন বলে ওরা মরিয়া হয়ে উঠেছে।’’

Advertisement

পুলিশ জানায়, উভয়পক্ষের ২১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তার মধ্যে ১ জনকে ধরা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement