কাকা-ভাইপোর অপমৃত্যুতে ধন্দ

অস্বাভাবিক মৃত্যু হল কাকা-ভাইপোর। রামপুরহাট থানার খড়িডাঙা গ্রামের বৃহস্পতিবারের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রামপুরহাট শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৬ ০১:০৬
Share:

অস্বাভাবিক মৃত্যু হল কাকা-ভাইপোর। রামপুরহাট থানার খড়িডাঙা গ্রামের বৃহস্পতিবারের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই যুবকের নাম দিলীপ মাহাতো (৩৮) ও রাম মাহাতো (২৮)। পুলিশের অনুমান, গাড়ির ধাক্কাতেই ওই দু’জনের মৃত্যু হয়েছে। কিন্তু, কোথায়, কী ভাবে? সে নিয়ে অবশ্য ধন্দ রয়েছে পুলিশের মধ্যেই। তবে মৃতদের পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি।

Advertisement

দুই যুবকের সম্পর্কিত কাকা টিকলাল মাহাতো জানান, এ দিন ভোরবেলায় দু’জনকেই খড়িডাঙা থেকে আধ কিলোমিটার দূরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। দ্রুত রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে জানানো হয়। আর এক আত্মীয় ছোটেলাল মাহাতো অবশ্য বলেন, ‘‘শুনেছি বুধবার রাত আটটা নাগাদ নারায়ণ মিশন বালি ঘাটের কাছে এক গাড়ি ওদের চাপা দিয়েছিল। তাতেই মৃত্যু হয়েছে।’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় অবৈধ বালি পাচারের ব্যবসা রীতিমতো সক্রিয়। রাত-দিন বালি পাচারে এলাকার মানুষজনও অতিষ্ঠ। অনেকের অভিযোগ, পুলিশের নাকের ডগাতেই ব্যবসা চলে। এঁদেরই কারও কারও দাবি, মিশন ঘাটের কাছে শুয়েছিল ওই দুই যুবক। কোনও ভাবে তাঁরা বালির গাড়ির নীচে চাপা পড়ে যায়। পুলিশ সূত্রেই আবার জানা গিয়েছে, মৃতের শরীরে মাটি কাটার যন্ত্রের ব্যবহৃত হয় এমন গাড়ির চাকায় দাগ পাওয়া গিয়েছে। স্থানীয়দের এক জনের কথায়, ‘‘এই ঘটনাকে ধাপাচাপা দিতে দুর্ঘটনাস্থল অন্যত্র দেখানো হচ্ছে। কেননা, তাতে বালির অবৈধ কারবার প্রকাশ্যে এসে পড়বে!’’ পরিবারের তরফে এই ঘটনা সম্পর্কে কোনও মন্তব্য করা হয়নি। পুলিশের কাছে কোনও অভিযোগও জমা পড়েনি। এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ মানতে চাননি বালি-ব্যবসায়ীরাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement