—নিজস্ব চিত্র।
দেহ রাখার রেফ্রিজারেটর খারাপ হয়ে যাওয়ায় প্রবল দুর্গন্ধে আরও অসুস্থ হয়ে পড়ছেন মহিলা ও শিশু ওয়ার্ডে রোগী। এই নিয়ে শুক্রবার বোলপুর মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন রোগীর আত্মীয়রা।
বিগত বেশ কয়েকদিন ধরেই হাসপাতালের মর্গের ফ্রিজটি খারাপ হয়ে পড়ায় দুর্গন্ধে টিকতে পারছেন না হাসপাতালের রোগীরা। ওই হাসপাতালে মোট পাঁচটি অজ্ঞাতপরিচয় মৃতদেহ রয়েছে। ওই দেহগুলিকে যাতে দ্রুত সৎকার করা হয়, তার জন্য পুলিশের কাছেও আর্জি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বোলপুর মহকুমা হাসপাতাল ভারপ্রাপ্ত সুপার দীপ্তেন্দু দত্ত জানান, ‘গত ৩ মে থেকে মর্গের ফ্রিজটি বিকল হয়ে পড়ে আছে। ৭ মে থেকে ব্যাপক ভাবে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে গোটা হাসপাতালে। বাধ্য হয়েই মর্গের কাছ থেকে দূরে সরিয়ে ফেলা হয়েছে মহিলা ও শিশু বিভাগ।’