জেলার মুখ উজ্জ্বল করেছে যারা। — নিজস্ব চিত্র
সপ্তম সারা বাংলা আন্তঃ সরকারি বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পুরুলিয়া রাষ্ট্রীয় বালিকা উচ্চবিদ্যালয়। গত ৪ থেকে ৬ মার্চ সাইয়ের কলকাতার মাঠে প্রতিযোগিতার খেলাগুলি হয়। পুরুলিয়ার এই স্কুলের ছাত্রীরা প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে মোট ১৬টি সোনা, ৪টি রুপো ও ১টি ব্রোঞ্জ পেয়ে সামগ্রিক ভাবে চ্যাম্পিয়নের খেতাব পেয়েছে।
স্কুলের শারীর শিক্ষা বিভাগের শিক্ষিকা কৃষ্ণা মুখোপাধ্যায় জানান, অনূর্ধ্ব ১২ বিভাগের ৪০০ মিটার দৌড়ে শ্রেয়া দাস রুপো, যোগাসনে মহক পারভিন ব্রোঞ্জ জিতেছে। অনূর্ধ্ব ১৪ বিভাগে ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড় এবং লংজাম্পে সোনা জিতেছে রুমা দাস। ওই বিভাগে যোগাসনে সোনা জিতেছে রিক্তা দে। অনূর্ধ্ব ১৭ বিভাগে লংজাম্পে রুপো জিতেছে চৈতালি দাস। ওই বিভাগের ২০০ মিটার দৌড় এবং হাইজাম্পে হেমলতা মাজি, ৪০০ ও ৮০০ মিটার দৌড়ে সীমা মাহাতো এবং যোগাসনে শুভ্রা মাজি সোনা জিতেছে। অনূর্ধ্ব ১৯ বিভাগে ১০০ মিটার দৌড়ে লিপিকা মাহাতো এবং হাইজাম্পে বর্ষা দাস জিতেছে সোনা। ওই বিভাগে যোগাসনে সোনা জিতেছে অঞ্জু ধীবর। এ ছাড়া ৪০০ মিটার রিলে দৌড়ে সোনা নিয়ে এসেছে শ্রেয়া দাস, রুমা দাস, চৈতালি দাস ও লিপিকা মাহাতো।
এই প্রতিযোগিতায় ৪০০ মিটার রিলে দৌড়-সহ ৪টি সোনা, ৯টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ জিতেছে পুরুলিয়া জিলা স্কুলও। স্কুলের শারীর শিক্ষা বিভাগের শিক্ষক নূরউদ্দিন হালদার জানান, অনূর্ধ্ব ১২ বিভাগে যোগাসনে দীপরঞ্জন কবি সোনা জিতেছে। ওই বিভাগের ১০০ মিটার দৌড় এবং লংজাম্পে রুপো জিতেছে দিবাকর মাহাতো। প্রিয়তোষ মাহাতো জিতেছে ৪০০ মিটারে ব্রোঞ্জ। অনূর্ধ্ব ১৪ বিভাগে লংজাম্পে সোনা এবং ১০০ মিটার দৌড়ে রুপো জিতেছে অভিজিৎ মাহাতো। যোগাসনে সোনা জিতেছে অমিত রাজোয়াড়। অনূর্ধ্ব ১৭ বিভাগে ট্রিপল জাম্পে সাগেন হেমব্রম, শটপাটে রাহুল মাহাতো এবং যোগাসনে অর্ণব কুণ্ডু রুপো জিতেছে। সুভাষচন্দ্র হাজারি ১০০ ও ২০০ মিটার দৌড়ে, অরূপ টুন ৪০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছে। অনূর্ধ্ব ১৯ বিভাগে লংজাম্পে স্বরূপ মাহাতো এবং ট্রিপল জাম্পে গৌরাঙ্গ বাউরি, লংজাম্পে প্রদীপকুমার হেমব্রম রূপো এবং শটপাটে কামেশ্বর রাজোয়াড় ও যোগাসনে বিরাজ দত্ত ব্রোঞ্জ জিতেছে।
জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার কাযর্করী সহ-সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রাষ্ট্রীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের সাফল্যে আমরা গর্বিত। সফল ছাত্রীরা যাতে আরও ভাল অনুশীলনের সুযোগ পায় তার জন্য আমরা চেষ্টা করব।’’