সুরমার টানে... সাঁইথিয়া বাজারে অনির্বাণ সেনের তোলা ছবি।
ইদ উপলক্ষে কোথাও সাইকেল রেস তো কোথাও দেদার ভুড়িভোজ। ধর্মীয় এই পরব উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। সেজে উঠেছে বিভিন্ন ইদগাহ। জাতীয় সড়কের ধারে রামপুরহাট ভাঁড়শালা পাড়া মোড় সংলগ্ন ইদগাহে এ বারই প্রথম সিমেন্টের পাকা মেঝেতে ইদের নমাজ হবে। দুবরাজপুরের ইদগাহে অবশ্য বহু আগে থেকেই সিমেন্টের মেঝেতে কয়েক হাজার মানুষ নমাজে যোগ দিয়ে থাকেন।
ইদ মানেই ভরপেট খাওয়া-দাওয়া। ইদের সকালে মিষ্টিমুখের জন্য প্রায় প্রত্যেক বাড়িতে বিভিন্ন স্বাদের হালুয়া হয়ে থাকে। দুধ, চিনি, সুজি, ঘি, পেস্তা, এলাচ সহযোগে ফিরনিও আয়োজনও থাকে অনেক বাড়িতে। থাকে শাহি বিরিয়ানি, মটন বিরিয়ানি, দম বিরিয়ানিও। অনেক সময় থাকে নানা ‘স্পেশ্যাল ডিস’। বোরহানি সরবত অনেক বাড়িতেই হয়। ইদের দিন অনেক জায়গায় বসছে মেলা। ইদের বিকেলে সিউড়ি সদরের ইদগাহ ময়দানে নানা রকম খেলাধূলোর আয়োজন হয়ে থাকে। এ বছর ওই খেলা ১০৫ বছরে পা দিল। উদ্যোক্তারা জানান, এই খেলায় দৌড়, স্কুটি চালানোয় প্রতিযোগিতা হয়ে থাকে। পুরুষরাও যোগ দেন ‘স্লো-সাইকেল রেস’-এ। রামপুরহাট থানার বগটুই গ্রামে ইদ উপলক্ষে দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। বীরভূম জেলা পুলিশের এক কর্তা জানিয়েছেন, ইদের আগের দিন রথযাত্রা হয়ে যাওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে তাঁরা।