সেই পোস্টার। —নিজস্ব চিত্র
কেন্দ্র সরকারের নির্দেশে ২০১৭ সালের জানুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আর্থিক লেনদেন ব্যবস্থা ক্যাশলেস করার পরিকল্পনা নিয়েছে বিশ্বভারতী। ওই সিদ্ধান্তকে ছাত্রস্বার্থ বিরোধী বলে দাবি করে প্রতিবাদ জানাল অতি বাম ছাত্র সংগঠন ইউএসডিএফ।
সোমবার বিশ্বভারতীর একাধিক ভবন এলাকায় পোস্টার দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার ডাক দিয়েছে তারা। সংগঠনের দাবি, ‘‘কেন্দ্রের ডিমনিটাইজেশন নীতি আদতে শ্রমিক, কৃষক, বেকার, মধ্যবিত্ত ও ছাত্র স্বার্থ বিরোধী। বিশ্ববিদ্যালয় কেবল ক্যাশলেস ব্যবস্থা থাকলে তা জোর করে চাপিয়ে দেওয়া হবে। তা সংবিধানের ব্যক্তি অধিকারকেই খণ্ডন করা হবে।’’ ওই সংগঠনের বিরোধিতা নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয় মেলেনি।