নির্যাতনে দোষী সাব্যস্ত স্বামী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামীকে দোষী সাব্যস্ত করল বোলপুরের আদালত। মঙ্গলবার বোলপুরের সহকারী দায়েরা আদালতের বিচারক অরুন রাই দোষীকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৬ ০১:১৭
Share:

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামীকে দোষী সাব্যস্ত করল বোলপুরের আদালত। মঙ্গলবার বোলপুরের সহকারী দায়েরা আদালতের বিচারক অরুন রাই দোষীকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

Advertisement

সরকারি পক্ষের আইনজীবী মহম্মদ জামিরুল হক জানান, ইলামবাজার থানার বিলাতি সুলতানপুর এলাকার নোয়াডা‌ঙালের বাসিন্দা আলেমা’র সঙ্গে বোলপুরের মহিদাপুর এলাকার বাসিন্দা ইসলাম মিয়াঁর বিয়ে হয় ইসলাম মতে। দাবি মোতাবেক জামাইকে সমস্ত দান সামগ্রী দেন আলেমা বিবির বাপের বাড়ি। বিয়ের পর থেকে আলেমা বিবিকে অত্যাচার করত ইসলাম মিয়াঁ। অভিযোগ, স্থানীয় এক মহিলার সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। ২০১১ সালের ৮ এপ্রিল তাঁকে ব্যাপক মারধর করে ইসলাম। ওই মাসেরই ১১ তারিখ রাতে শ্বশুর বাড়িতে বিষ খান আলেমা। আশঙ্কাজনক অবস্থায়ে মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে, সেখানেই তাঁর মৃত্যু হয়।

মৃতার দাদা নিজাম আনসারী বোলপুর থানায় ইসালাম মিয়াঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তদন্ত শুরু করে পুলিশ। সরকারি পক্ষের আইনজীবী মহম্মদ জামিরুল হক বলেন, “এই ঘটনার ময়না তদন্তকারী চিকিৎসক নরেশ বন্দ্যোপাধ্যায়, তদন্তকারী অফিসার মিলন ঘটক, অভিযোগকারী মৃতার দাদা নিজাম আনসারী-সহ মোট ১৪ জনের সাক্ষ্য নিয়েছে আদালত। অভিযুক্ত ইসলাম মিয়াঁর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন করার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হয়েছে। তবে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ প্রমানিত হয়নি।’’

Advertisement

এজলাসে অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করে ইসলাম মিয়াঁ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement