রেললাইনে ফাটল। নিজস্ব চিত্র।
দীর্ঘ ৯ মাস পর বুধবার থেকে ২৭ জোড়া আন্তঃজেলা ট্রেন চালু হয়েছে। আর পরিষেবা চালুর দিনেই বিপত্তি।
বুধবার সকালে বীরভূমের প্রান্তিক স্টেশনের কাছে রেললাইনে ফাটল দেখা যায়। তার পরেই ব্যাহত ট্রেন পরিষেবা। স্থানীয় বাসিন্দাদের দাবি, সময় মতো নজরে না পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।
রেল সূত্রে জানা গিয়েছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পার হওয়ার পরেই প্রান্তিক স্টেশনের কাছে লাইনে ফাটল নজরে আসে। রেল কর্মীদের তৎপরতায় তা মেরামতির কাজ শুরু হয়। ওই অবস্থায়লাইনের উপর দিয়ে কোনও ট্রেন গেলে বড়সড় বিপদ ঘটতে পারত বলে জানিয়েছেন রেলকর্মীরা।
আরও পড়ুন: ‘দলের সভায় না যাওয়ায় ঘর দেওয়া হয়নি’, ক্ষোভ
প্রান্তিক স্টেশনে কর্মরত রেলকর্মী প্রদীপ্তনারায়ণ ভট্টাচার্য বলেন, ‘‘কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাওয়ার পরে ওয়েল্ড ফেলিওর হয়েছিল। সঙ্গে সঙ্গে বিষয়টি নজরে আসে এবং মেরামতির ব্যবস্থা করা হয়। বিষয়টি নজরে না এলে ওই লাইনের উপর দিয়ে ট্রেন গেলে উল্টে যাওয়ার ভয় ছিল।’’
আরও পড়ুন: শতবর্ষ উদ্যাপন ও পৌষ উৎসবে বিশ্বভারতীর আমন্ত্রণ প্রধানমন্ত্রীকে