প্রতীকী ছবি।
দুর্গাপুজোর পরে পরেই করোনা সংক্রমণ বৃদ্ধি পাবে সেই আশঙ্কা করে রামপুরহাট স্বাস্থ্য জেলার কোভিড হাসপাতালের পরিকাঠামোর উন্নতিতে উদ্যোগী হল স্বাস্থ্য দফতর। বিশেষ করে যে শ্বাসকষ্ট জনিত উপসর্গ নিয়ে যে সমস্ত করোনা রোগীর অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে তাঁদের আরও উন্নত পদ্ধতিতে অক্সিজেন সরবরাহের জন্য পরিকাঠামো ব্যবস্থার পরিবর্তন করা হচ্ছে। নতুন ব্যবস্থার জন্য ইতিমধ্যে স্বাস্থ্য দফতর দরপত্র আহ্বান করেছে। রামপুরহাট স্বাস্থ্য জেলার এক আধিকারিক জানান, আশা করা যায় পুজোর মধ্যেই এই কাজ শেষ হবে এবং পুজোর পরেই কোভিড হাসপাতালে উন্নত পরিষেবার মধ্যে রোগীদের চিকিৎসা করা যাবে।