হেলমেট ছাড়াই বাইক মিছিল তৃণমূলের। নিজস্ব চিত্র।
ফের বিতর্কে তৃণমূলের বাইক মিছিল। সোমবার কাশিপুর বিধানসভার বিধায়ক স্বপন বেলথরিয়ার নেতৃত্বে কাশীপুর ব্লক তৃণমূলের ডাকে কেন্দ্রীয় কৃষি নীতি ও আর্থিক নীতির প্রতিবাদে একটি বাইক মিছিল হয়। অভিযোগ, মিছিলের বেশির ভাগ বাহিকআরোহীর মাথায় হেলমেট ছিল না। অনেকের মুখে মাস্কও দেখা যায়নি।
এর আগে ঝালদায় বিনা হেলমেটে বাইক মিছিল করে বিতর্কে জড়ায় তৃণমূল। গত শুক্রবার এমনই এক মিছিলে অংশ নেওয়া তৃণমূলের অধিকাংশ নেতা কর্মীর মাথাতেই ছিল না হেলমেট। মিছিলের নেতৃত্ব দেন জেলা তৃণমূলের যুব সভাপতি সুশান্ত মাহাতো ও ঝালদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস সেন। ছিলেন ঝালদা পুরসভার প্রশাসক সুরেশ আগরওয়াল ও প্রাক্তন উপ পুরপ্রধন কাঞ্চন পাঠক। শহরের বাসিন্দাদের বক্তব্য, যে সব তৃণমূল নেতা সরকারি অনুষ্ঠানে হেলমেট বিতরণ করেন তাঁরাই নিয়ম ভেঙেছেন। আর সবকিছুই হয়েছে পুলিশের সামনে। ওই মিছিল নিয়ে সরব হয় বিজেপিও।