শুভেন্দুকে ‘নেংটি ইঁদুর’ বলে কটাক্ষ অনুব্রতের
গঙ্গাসাগর মেলার নজরদারি কমিটি থেকে বাদ পড়তেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ বার নন্দীগ্রামের বিধায়কের বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে তাঁকে ‘নেংটি ইঁদুর’ বলে কটাক্ষ করলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, ‘‘ও (শুভেন্দু) চুরি করে ভোটে জিতেছে।’’
সাগরমেলার নয়া কমিটি গঠনের পরই রাজ্য সরকারকে আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘‘রাজ্য সরকার বিজেপি-কে ভয় পায়, বিরোধী দলনেতাকে ভয় পায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গল পয়েন্ট অ্যাজেন্ডা হল বিরোধী দলনেতাকে আটকাও।’’ বিরোধী দলনেতার এমন মন্তব্য নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকরা অনুব্রতকে প্রশ্ন করতেই তিনি বলেন, ‘‘শুভেন্দু অধিকারী হল নেংটি ইঁদুর। জানেন তো, নেংটি ইঁদুর বাড়িতে ঘোরাফেরা করে। বাড়ির কোনও জিনিসে চাপা পড়ে যায়। নেংটি ইঁদুরের কোনও দাম নেই। চুরি করে ভোটে জিতেছে, আবার বড় বড় বাতেলা!’’
বীরভূম জেলা বিজেপি-র সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘‘হনুমান আর কাঠবেড়ালি মিলে রামরাজ্য প্রতিষ্ঠা করেছিল। তাই নেংটি ইঁদুরের কত ক্ষমতা, সময় এলেই বুঝতে পারবে। চিন্তার কিছু নেই। আর ওরা নিজেরাই ছাগলের দল, তাই ভেড়ার দল বলছে। এমন মানুষের মন্তব্যের প্রেক্ষিতে এর বেশি কিছু প্রতিক্রিয়া দেওয়া যায় না।’’