অসুস্থ হয়ে মৃত্যু হল আদ্রার অরুণোদয় শিশু নিকেতন হোমের এক আবাসিকের। বৃহস্পতিবার বিকেলে রঘুনাথপুর মহকুমা হাসপাতালে মৃত্যু হয়েছে ওই কিশোরের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দীনেশ চাকি (১৩)। শুক্রবার সকালে হাসপাতালেই দেহের সুরতহাল করেন রঘুনাথপুর মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ রক্ষিত। পরে পুরুলিয়া সদর হাসপাতালে দেহের ময়নাতদন্ত করানো হয়। রঘুনাথপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলাও রুজু করছে পুলিশ।
হোম সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালের জুলাই মাসে আদ্রা স্টেশন থেকে ওই কিশোরকে উদ্ধার করে রেলপুলিশ। তাকে তুলে দেওয়া হয়েছিল চাইল্ড লাইনের হাতে। পরে জেলার শিশু কল্যাণ সমিতির নির্দেশে দীনেশকে রাখা হয়ে আদ্রার মণিপুর গ্রামের অরুণোদয় শিশু নিকেতনে। হোমের সম্পাদক নবকুমার দাস জানান, জ্বর হওয়ায় দীনেশকে মঙ্গলবার স্থানীয় কাটারাঙ্গুনী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসককে দেখানো হয়। সেখানে চিকিৎসক তাকে পাঁচ দিনের ওষুধ দিয়েছিলেন। সঙ্গে রক্তের কয়েকটি পরীক্ষাও করতে দেওয়া হয়। কিন্তু জ্বর বাড়ায় দীনেশকে বুধবার ভর্তি করানো হয় রঘুনাথপুর মহকুমা হাসপাতালে। সেখানেই বৃহস্পতিবার তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কিশোরের স্বাস্থ্যের দ্রুত অবনতি হয়। রক্ত পরীক্ষা করার মতো সুযোগ পাওয়া যায়নি।
রেলপুলিশ ওই কিশোরকে উদ্ধার করে চাইল্ডলাইনের হাতে তুলে দিলেও দীনেশ নিজের বাড়ির ঠিকানা এতদিনেও জানাতে পারেনি। সে জন্য তার পরিবারের খোঁজও পায়নি চাইল্ডলাইন বা হোম কর্তৃপক্ষ। চাইল্ডলাইনের আদ্রার কর্মকর্তা মন্টু মাহাতো বলেন, ‘‘ছেলেটি খুব কম কথা বলত। বাড়ির ঠিকানা হিসাবে শুধু গোলকাড়া গ্রাম ও বাবার নাম পূরণ চাকি জানিয়েছিল। কিন্তু এই তথ্যর ভিত্তিতে বিস্তর খুঁজেও পরিবারের সন্ধান পাওয়া যায়নি।” ময়নাতদন্তের পরে শুক্রবার সন্ধ্যায় আদ্রায় ওই কিশোরের সৎকার করে হোম কর্তৃপক্ষ।