অমর্ত্য সেনকে অবমাননার প্রতিবাদ কংগ্রেসের। —নিজস্ব চিত্র।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কুমন্তব্যের প্রতিবাদ অব্যাহত। পথে নেমে বৃহস্পতিবার প্রতিবাদে শামিল হলেন কংগ্রেসের নেতা-কর্মীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য, ‘‘যিনি বাংলার জগদ্বিখ্যাত অলঙ্কার, তাঁকে এ ভাবে অপমান করে কোন সোনার বাংলার কথা বলছেন ওঁরা? অমর্ত্য সেনকে অসম্মান করার আমি শুধু নিন্দা করছি না, ঘৃণা ভরে প্রতিবাদ জানাচ্ছি।’’
অমর্ত্যবাবুর অবমাননার প্রতিবাদে বর্ষশেষের সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় মশাল মিছিল হয়েছে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। দিলীপবাবুর কটূক্তির সমালোচনা করে এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যও এ দিন বলেছেন, ‘‘যে হেতু অমর্ত্য সেন বিজেপির সাম্প্রদায়িক ও ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে বারবার মুখ খুলেছেন, তাই তাঁকে তারা নিশানা করেছে। যে কেউ বিজেপি ও কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেই তাঁকে এই ভাবে নিশানা করা হচ্ছে।’’