Amartya Sen

অমর্ত্য সেনের জমি নিয়ে বিশ্বভারতীর উপাচার্যকে চিঠি প্রদীপের

চিঠির একেবারে শেষে এসে প্রদীপ বিশ্বভারতীর উপাচার্যকে অনুরোধ করে লিখেছেন, ‘যদি অমর্ত্য সেনের ক্ষেত্রটিকে একটি বিশেষ বিষয় হিসাবে বিবেচনা করা যায়, তা হলে ভাল হয়।

Advertisement

নিজস্ব সংবাদাদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ ২২:৪৩
Share:

ফাইল চিত্র

কয়েক দিন ধরেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পৈতৃক ভিটের জমি নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ শুরু হয়েছে। এ বার তা নিয়েই বিশ্বভারতীকে চিঠি লিখলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। ওই চিঠিতে প্রদীপ জানিয়েছেন, সংবাদমাধ্যম মারফত তিনি জানতে পেরেছেন, শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ির আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্বভারতী। তা নিয়ে রাজ্য সরকারের কাছে চিঠিও দিয়েছেন বিশ্ববভারতী কর্তৃপক্ষ। কিন্তু অমর্ত্যর মতো নোবেলজয়ী অর্থনীতিবিদের ক্ষেত্রে বিষয়টি এতটা কড়া মনোভাব নিয়ে না দেখা হলেই ভাল বলে মত প্রকাশ করেছেন প্রদীপ।

Advertisement

তিনি লিখেছেন, ‘অমর্ত্য সেনের সঙ্গে একটা বিরাট বাঙালি ভাবাবেগ জড়িয়ে আছে। হতে পারে তিনি একটি বিশেষ রাজনৈতিক-অর্থনৈতিক মতে বিশ্বাস করেন, কিন্তু তা বলে তাঁকে ঘিরে এমন মিথ্যা তথ্য না ছড়িয়ে পড়াই ভাল’।

চিঠির একেবারে শেষে এসে প্রদীপ বিশ্বভারতীর উপাচার্যকে অনুরোধ করে লিখেছেন, ‘যদি অমর্ত্য সেনের ক্ষেত্রটিকে একটি বিশেষ বিষয় হিসাবে বিবেচনা করা যায়, তা হলে ভাল হয়। না হলে বিশ্বভারতীর ঐতিহ্য ও সুখ্যাতি কালিমালিপ্ত হতে পারে’।

Advertisement

আরও পড়ুন: অর্মত্য সেনের পাশে বিশিষ্টজনেরা, রবিবার প্রতিবাদ বাংলা আকাদেমিতে

আরও পড়ুন:বিশ্বভারতী কখনও জমি নিয়ে কোনও বেনিয়মের কথা জানায়নি: অমর্ত্য

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement