মিড-ডে মিলের লাইনে—ফাইল চিত্র।
তাঁর কোনও পুত্রসন্তান নেই। অথচ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ছেলে বলে এক তরুণের ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বেশ কিছু দিন ধরে। দেখা যাচ্ছে, বেশ কয়েক জনের সঙ্গে পার্টিতে মত্ত ওই তরুণ। সেই ছবি দিয়ে নানা জনের নানা মন্তব্য। মঙ্গলবার শিক্ষামন্ত্রী জানিয়েছেন এই ভুল তথ্য তিনি বরদাস্ত করবেন না। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেবেন। বিষয়টি নিয়ে তিনি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্টও করেছেন।
গোপা দাস নামে এক মহিলা কয়েক দিন আগে পার্টিতে ব্যস্ত ওই তরুণের তিনটি ছবি পোসবুকে পোস্ট করেন। লেখা ছিল: এই হল আমাদের শিক্ষামন্ত্রী পার্থবাবুর ছেলে। এ তো শিক্ষায় ভরপুর! ভবিষ্যতে এই হবে বাংলার শিক্ষামন্ত্রী। বাংলার অহঙ্কার। কিন্তু শিক্ষামন্ত্রীর তো কোনও ছেলেই নেই। তাঁর একটিই মেয়ে।
শিক্ষামন্ত্রী তাঁর ফেসবুকে প্রোফাইলে লিখেছেন, ‘বেশ কয়েক দিন যাবৎ ফেসবুকে কিছু মানুষ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে একটি কুরুচিকর বার্তা ছড়িয়ে চলেছেন মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে। যে বা যাঁরা এগুলি করছেন, তাঁদের উদ্দেশে বলব, অহেতুক মিথ্যা প্রচার করবেন না। অবিলম্বে এই সমস্ত বার্তা ফেসবুক থেকে মুছে ফেলুন। নতুবা আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ পার্থবাবু বলেন, ‘‘সম্পূর্ণ ভুল তথ্যকে সত্যি বলে চালানোর চেষ্টা হচ্ছে। এগুলো আর বরদাস্ত করব না।’’
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯