প্রচারে সাড়া, অভিভূত নিমু

কড়া রোদের জন্য বট গাছের নিচে চেয়ার পেতে অভিনেতার বসারও ব্যবস্থা করেছিলেন ওঁরা। বেলা ১২ টা নাগাদ ধূলো উড়িয়ে অভিনেতার দুধ সাদা রঙের স্করপিও গাড়িটি এলাকায় পৌঁছতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন বাসিন্দারা। গাড়ি থেকে নামতেই কেউ অভিনেতাকে জড়িয়ে ধরলেন, আবার কেউ তাঁর পা ছুঁয়ে প্রণাম করলেন। হাত মেলাতে ও তাঁর সঙ্গে ছবি তুলতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

করণদিঘি শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৪ ০২:৪০
Share:

রায়গঞ্জে বিজেপির প্রচারে নিমু ভৌমিক। তরুণ দেবনাথের তোলা ছবি।

কড়া রোদের জন্য বট গাছের নিচে চেয়ার পেতে অভিনেতার বসারও ব্যবস্থা করেছিলেন ওঁরা। বেলা ১২ টা নাগাদ ধূলো উড়িয়ে অভিনেতার দুধ সাদা রঙের স্করপিও গাড়িটি এলাকায় পৌঁছতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন বাসিন্দারা। গাড়ি থেকে নামতেই কেউ অভিনেতাকে জড়িয়ে ধরলেন, আবার কেউ তাঁর পা ছুঁয়ে প্রণাম করলেন। হাত মেলাতে ও তাঁর সঙ্গে ছবি তুলতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। সোমবার দিনভর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিমু ভৌমিককে ঘিরে এভাবেই উচ্ছ্বাসে মেতে উঠলেন উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দারা। বিজেপির জেলা সভাপতি শুভ্র রায়চৌধুরীকে সঙ্গে নিয়ে নিমুবাবু বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত করণদিঘিতে প্রচার করেন। এ দিন বেলা ১১টা নাগাদ দুধ ও কর্ণফ্লেক্স খেয়ে করণদিঘির উদ্দেশে রওনা হন নিমুবাবু। ১২টা নাগাদ তিনি করণদিঘির ঝাড়বাড়ি এলাকায় পৌঁছন। সেখানে বাসিন্দাদের সঙ্গে কথা বলে, সিনেমার সংলাপ বলে মন জয়ের চেষ্টা করেন। বেলা দেড়টা নাগাদ নিমু যান নারায়ণপুর এলাকায়। সেখানে কর্মিসভার আয়োজন করা হয়েছিল। ২টা নাগাদ সেই কর্মিসভা শেষ হওয়ার পর দলমত নির্বিশেষে শতাধিক পুরুষ ও মহিলা বাসিন্দা নিমুবাবুর সঙ্গে ছবি তোলেন। তিনটে নাগাদ টুঙ্গিদিঘি হাটে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মিছিল করে প্রচার চালান নিমুবাবু। নিমুবাবুকে দেখতে হাটের বহু ব্যবসায়ী ও ক্রেতা রাস্তার দু’ধারে ভিড় জমান। চারটে নাগাদ স্থানীয় একটি ধাবায় গিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া গ্লুকোজ মেশানো এক গ্লাস জল ও ২০০ গ্রাম ছানা খেয়ে ডালখোলার উদ্দেশে রওনা হন নিমুবাবু। সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডালখোলা শহরের বিভিন্ন এলাকার প্রচার চালান তিনি। ফেরার পথে নিমুবাবু গাড়ির সামনের আসনে বসে কাচ নামিয়ে রাস্তার দু’ধারের বাসিন্দাদের হাত নাড়তে থাকেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement