প্রচারে জমাট জলপাইগুড়ি

ভোট প্রচার জমজমাট জলপাইগুড়িতে। শুক্রবার জেলার দুটি লোকসভা কেন্দ্রে শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা দিনভর রোড শো এবং পদযাত্রা হয়। কোথাও প্রার্থীকে নিয়ে হুডখোলা জিপে ঘুরে ভোট চাইলেন মন্ত্রী। কোথাও দলের কর্মী প্রার্থীকে সামনে রেখে ঘুরে বেড়ালেন এক গ্রাম থেকে অন্য গ্রামে। ডাবগ্রাম-ফুলবাড়ি থেকে মেখলিগঞ্জ ছবিটা ছিল একই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৪ ০৩:০৬
Share:

প্রচারের ফাঁকে দোকানে কংগ্রেস প্রার্থী সুখবিলাস বর্মা।

ভোট প্রচার জমজমাট জলপাইগুড়িতে। শুক্রবার জেলার দুটি লোকসভা কেন্দ্রে শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা দিনভর রোড শো এবং পদযাত্রা হয়। কোথাও প্রার্থীকে নিয়ে হুডখোলা জিপে ঘুরে ভোট চাইলেন মন্ত্রী। কোথাও দলের কর্মী প্রার্থীকে সামনে রেখে ঘুরে বেড়ালেন এক গ্রাম থেকে অন্য গ্রামে। ডাবগ্রাম-ফুলবাড়ি থেকে মেখলিগঞ্জ ছবিটা ছিল একই।

Advertisement

প্রচারে বাম-প্রার্থী মহেন্দ্র রায়।

বিভিন্ন রাজনৈতিক দলের তরফে বড় সভা আয়োজনের তৎপরতা তুঙ্গে উঠেছে। প্রচারে ৭ এপ্রিল ময়নাগুড়িতে আসবেন লালকৃষ্ণ আডবাণী। প্রার্থীর সমর্থনে আগামী ১০ এপ্রিল থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন। ফালাকাটা ও আলিপুরদুয়ারে শনিবার বামফ্রন্টের সভায় থাকবেন বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, বৃন্দা কারাট। সীতারাম ইয়েচুরি প্রচারে আসবেন ১১ এপ্রিল।

Advertisement

এ দিন জেলা যুব তৃণমূলের নেতৃত্বে জলপাইগুড়ি শহরে রাজবাড়ি এলাকা থেকে হুড খোলা জিপে প্রার্থীকে পাশে নিয়ে ভোট প্রার্থনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। এ দিন বিকেলে ময়নাগুড়িতে জেলা যুব তৃণমূল নেতা বুবাই করের নেতৃত্বে মিছিল করেন সংগঠনের কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী এদিন বলেন, “জলপাইগুড়ি কেন্দ্রে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অথবা কেপিপি বিজেপিকে সমর্থন করলেও ভোটের অঙ্কে প্রভাব ফেলতে পারবে না। দার্জিলিং কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে জিএনএলএফ-এর সমর্থন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এর ফলে জয়ের ব্যবধান বাড়বে।”

শুক্রবার কর্মীদের ব্যস্ততা শুরু হয় সকাল থেকেই। এ দিন দিনভর দলীয় কর্মী সমর্থক নিয়ে ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকা চষে বেড়ান কংগ্রেস প্রার্থী সুখবিলাস বর্মা। সেখানে তিনি পথসভা করেন। দুপুরে ময়নাগুড়ির রামসাইয়ে প্রাথীর সমর্থনে সভা করেন জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার।

এ দিন বেলাকোবা, পাতকাটা, বারোপাটিয়া, রংধামালি ঘুরে তৃণমূল, বিজেপি, কংগ্রেসকে বিঁধে ভোট ভিক্ষা করলেন সিপিএম প্রার্থী মহেন্দ্রকুমার রায়। এ দিন সকাল থেকে মেখলিগঞ্জের উছলপুকুরি, জামালদহ, জলপাইগুড়ির ধাপগঞ্জ, মালকানিতে প্রচার করেন বিজেপি প্রার্থী সত্যলাল সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement