Udayan Guha

টাকা নিয়েও জব কার্ড দেননি পঞ্চায়েত সদস্যা! ‘দিদির দূত’ উদয়ন গ্রামে যেতেই নালিশ

কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ১ নম্বর ব্লকের চিলকিরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় যান উদয়ন। সেখানে স্থানীয়দের অভিযোগ, জব কার্ড পেতে টাকা দিতে হয়েছে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ২১:২৭
Share:

রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের কাছে নালিশ করলেন গ্রামবাসীরা। নিজস্ব ছবি।

জব কার্ড পাইয়ে দেওয়ার নামে বহু মানুষের থেকে টাকা নিয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য। কিন্তু কেউই হাতে পাননি সেই জব কার্ড! ‘দিদির দূত’ হয়ে এলাকায় যেতেই রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা।

Advertisement

‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির পঞ্চম দিনেও শাসকদলের নেতা-নেত্রীদের ঘিরে ক্ষোভ-বিক্ষোভ দেখা গেল বিভিন্ন জায়গায়। রবিবার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ১ নম্বর ব্লকের চিলকিরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় যান উদয়ন। তাঁকে ঘিরে ধরে স্থানীয়দের অভিযোগ, জব কার্ড পেতে টাকা দিতে হয়েছে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যাকে। কিন্তু জব কার্ড এখনও মেলেনি। সামাদ হোসেন বলেন, ‘‘জব কার্ড তৈরির জন্য পঞ্চায়েত সদস্যাকে ২ হাজার টাকা দিয়েছে। এখনও জব কার্ড চোখে দেখলাম না।’’

ঘটনাচক্রে, সেই সময়েই উদয়নের সঙ্গেই ছিলেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্যার স্বামী। গ্রামের বেশ কয়েক জনের মুখে একই অভিযোগ শুনে পঞ্চায়েত সদস্যার স্বামীকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিতে দেখা যায় রাজ্যের মন্ত্রীকে।

Advertisement

উদয়ন বলেন, ‘‘গ্রামে অনেকের বিরুদ্ধে আক্রোশ বা ক্ষোভ থাকে। সেই জায়গা থেকেও অনেকে অভিযোগ করে। সবটাই তদন্ত করে দেখা হবে। যদি দেখা যায়, সত্যিই উনি (পঞ্চায়েত সদস্যা) টাকা নিয়েছেন, সে ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আবার যদি দেখা যায়, যিনি অভিযোগ করছেন, তিনি মিথ্যা বলছেন, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।’’

এই ঘটনায় শাসকদলকে কটাক্ষ করে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, ‘‘গ্রামের সাধারণ মানুষ, যাঁদের আবাস যোজনার ঘর পাওয়ার কথা, তাঁরা ঘর পাচ্ছে না। যাঁদের জব কার্ড পাওয়ার কথা, তাঁরা জব কার্ড পাচ্ছেন না। সমস্ত সুযোগ-সুবিধা নিচ্ছেন তৃণমূলের নেতা এবং হার্মাদরা। দিদির দূতেরা যত গ্রামে যাবেন, ততই সাধারণ মানুষের বাধার মুখে পড়বেন। সাধারণ মানুষ আগামী পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকেই জেতাবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement