এক মাসের একরত্তি শিশুকন্যাকে খুনের অভিযোগে মাকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার দিনহাটার বড় নাচিনা এলাকায় ওই ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, এ দিন সকালে বাড়ি লাগোয়া একটি পুকুর থেকে ওই শিশুর দেহ উদ্ধার হয়। মৃতের নাম সায়ন্তিকা রায়। বৃহস্পতিবার রাতে ওই শিশুকন্যাকে নিয়ে নিজের ঘরে ঘুমোতে যান তার মা রেখা রায়। সকালে ঘুম থেকে ওঠার পর তিনি মেয়েকে খুঁজে পাচ্ছেন না বলে পরিবারের লোকদের জানান। তারপরে খোঁজখবর শুরু হয়। বাড়ির অদূরে একটি পুকুরে একটি শিশুর দেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুর দেহ উদ্ধার করে। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। মৃতার পিসির অভিযোগের ভিত্তিতে ওই ঘটনায় খুনের মামলা রুজু করেছে পুলিশ। মৃত শিশুর মা রেখাদেবীকে পুলিশ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
গোটা ঘটনায় রহস্য দানা বেঁধেছে। শিশুটিকে কে খুন করেছে, তা নিয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারছে না পুলিশ। কোচবিহারের পুলিশ সুপার সুনীল যাদব বলেন, “খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত করা হচ্ছে। মৃতার মা’কে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ হচ্ছে।” শিশুকন্যা হওয়ায় পারিবারিক কোন বিবাদের মুখে রেখাদেবী পড়েছিলেন কি না, পুলিশের তদন্তে তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এলাকার বাসিন্দাদের একাংশের বক্তব্য, পুরো বিষয়টির কিনারা হওয়া দরকার। পুঁটিমারি ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্যাণী মহন্ত বলেন, “বিষয়টি শুনেছি। রহস্যজনক মনে হচ্ছে। আমরা তদন্ত করে প্রকৃত সত্যের উদঘাটন চাইছি।”
ওই মহিলার স্বামী দিনহাটার বড়নাচিনা গ্রামের বাসিন্দা সাধন রায় অরুণাচল প্রদেশে একটি কারখানায় কাজ করেন।