—ফাইল চিত্র।
বিএসএফের গুলিতে মৃত্যু দুই বাংলাদেশের নাগরিকের। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার মাননগছ ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়। বিএসএফ সূত্রে খবর, বুধবার সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ওই দুই যুবককে গুলি করেন সীমান্তরক্ষীরা। অনুমান, পাচারের জন্যই ওই দুই বাংলাদেশের নাগরিক কাঁটাতার কেটে ভারতে প্রবেশ করেন। সেই সময়েই সীমান্তরক্ষীদের নজরে আসে বিষয়টি। দুই অনুপ্রবেশকারীকে লক্ষ করে গুলি চালাতেই সেখানে প্রাণ হারান তাঁরা। সূত্রের খবর, মৃত দুই অনুপ্রবেশকারীরা বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার মাগুরা গ্রামের বাসিন্দা। এক জনের নাম জলিল (২৬), অন্য জন ইয়াসিন আলি (২৫)।
ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ফাঁসিদেওয়া থানায় নিয়ে আসা হয়। ফাঁসিদেওয়ার এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘অনুমান করা হচ্ছে, এরা বাংলাদেশের বাসিন্দা। বিএসএফের পক্ষ থেকে অভিযোগ জমা পড়েছে। বাকিটা তদন্ত সাপেক্ষ।’’