পরীক্ষা: সাবেক ছিটে চাল দেখছেন মন্ত্রী। নিজস্ব চিত্র
চাহিদা ও প্রয়োজন অনুযায়ী উত্তরবঙ্গের চা বাগানগুলিতে ব্যাঙ্কের শাখা বা এটিএম খোলা হবে৷ শুক্রবার জলপাইগুড়িতে এ খবর জানান কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার৷ তিনি জানান, খুব শীঘ্রই এই কাজ করা হবে৷ তাতে চা বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকেরা খুশি। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী এদিন বিজেপির স্থানীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন, প্রতিটি চা বাগানে গিয়ে সেখানকার মানুষের সমস্যা ও প্রয়োজনীয়তা নিয়ে একটি সমিক্ষা করতে৷ মন্ত্রী জানান, তার ওপর ভিত্তি করে বাগানগুলির উন্নয়নে কী কী করা যায় তা তারা দেখবেন৷
এ দিন তিনি কোচবিহারের মেখলিগঞ্জে সাবেক ছিটমহলেও যান। আবাসিকদের সঙ্গে কথা বলেন তিনি। রেশনের খাদ্য সামগ্রীর মান নানা অভাব-অভিযোগের কথাও তাঁকে জানিয়েছেন আবাসিকদের অনেকে। প্রশাসনের তরফে ফ্ল্যাটবাড়ি তৈরির প্রস্তাবের বদলে বাড়ি তৈরির আর্জিও জানানো হয়। ধূপগুড়িতে গিয়ে তিনি অভিযোগ করেন হারের ভয়ে রাজ্য সরকার ভোট পিছিয়ে গিয়েছে।