জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ চালুর দাবিতে সরব হল ‘সেভ ডেমোক্রেসি’। শনিবার জলপাইগুড়ির বাবুপাড়ায় ওই সংগঠনের তরফে সভা করা হয়। ওই সভায় ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে সার্কিট বেঞ্চ চালুর দাবির ব্যাপারে প্রস্তাব নেওয়া হয়। বেঞ্চ চালুর জন্য রাজ্য বাজেটে আর্থিক বরাদ্দের দাবিও জানানো হয়।
এ দিন অরিন্দম চক্রবর্তী ও রাহুল হোড়কে আহ্বায়ক করে সংগঠনের জলপাইগুড়ি জেলা শাখাও গঠন করা হয়। একই সঙ্গে অ্যাসিড আক্রান্তদের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সমস্ত সুবিধে দেওয়ার দাবিতেও সরব হয়েছেন সংগঠনের সদস্যেরা। সংগঠন নেতৃত্বের অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাসিড আক্রান্তেরা ওই নির্দেশিকা অনুযায়ী আর্থিক সাহায্য, চিকিৎসার সুবিধে পাচ্ছেন না। সংগঠনের রাজ্য সম্পাদক চঞ্চল চক্রবর্তী বলেন, “আগামী এপ্রিল মাসের মধ্যে সার্কিট বেঞ্চ তৈরির ব্যাপারে কোনও পদক্ষেপ করা না হলে সাংগঠনিক ভাবে আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে। অ্যাসিড আক্রান্তদের সবাই যাতে সমস্ত সুবিধে পান সে ব্যাপারেও আমরা সংশ্লিষ্ট মহলে দাবি জানাচ্ছি।”
সংগঠন সূত্রেই জানা গিয়েছে, শুক্রবার সংগঠনের প্রতিনিধিরা কোচবিহারের খোল্টায় অ্যাসিড আক্রান্ত এক তরুণীর বাড়িতে যান। তার পরিবারের লোকদের সঙ্গেও কথা বলেন। তাঁরা জানিয়েছেন, ২০১৫ সালে ওই তরুণী অ্যাসিড হামলার শিকার হন। এ নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় অন্তত ২১ জন আক্রান্তের বাড়িতে গেলেন সংগঠনের প্রতিনিধিরা। আক্রান্তদের ন্যূনতম ৩ লক্ষ টাকা আর্থিক সাহায্য, চিকিৎসার সমস্ত খরচ রাজ্য সরকারের তরফে দেওয়ার কথা। সংগঠন নেতৃত্বের অভিযোগ, বেশিরভাগ জায়গাতেই সেটা হচ্ছে না। একই সঙ্গে গণতন্ত্র রক্ষায় ‘আগে পদত্যাগ, পরে দলত্যাগ’ শীর্ষক স্লোগানে প্রচারে নামার কথাও জানান তাঁরা।