উদ্ধার কিং কোবরা। —নিজস্ব চিত্র
ফের লোকালয় থেকে উদ্ধার হল প্রায় ১৩ ফুট লম্বা কিং কোবরা সাপ। নাগরাকাটার হোপ চা বাগানের বাসিন্দা মৈতিরাজ তামাং এর বাড়ি থেকে বৃহস্পতিবার সাপটি উদ্ধার হয়। খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে রাতে জঙ্গলে ছেড়ে দেন।
স্থানীয় সূ্ত্রে জানা গিয়েছে, বৃহস্পিতবার বিকেলের দিকে চা বাগানের ধর্মা লাইনের বাসিন্দা মৈতিরাজ তামাং-এর ঘরের ভিতরে আশ্রয় নিয়েছিল কিং কোবরাটি। বাড়ির লোকজন দেখতে পেয়ে পাড়া-প্রতিবেশীদের খবর দেন। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর দেওয়া হয় খুনিয়া রেঞ্জের বনকর্মীদের। তাঁরা স্থানীয় সর্প-প্রেমী সৈয়দ নাঈম বাবনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সাপটিকে ধরতে সক্ষম হন তাঁরা। খাঁচাবন্দি করে সাপটিকে নিয়ে গিয়ে রাত ১১ টা নাগাদ গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়।
দেখুন ভিডিয়ো:
আরও পড়ুন: আদালতের নির্দেশ অমান্যের চেষ্টা, ছটপুজো করতে চেয়ে বিক্ষোভ রবীন্দ্র সরোবরে
আরও পড়ুন: দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, ৯০ লক্ষ পেরলো মোট আক্রান্ত
বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, এই নিয়ে গত এক মাসে ৫টি কিং কোবরা সাপ ডুয়ার্সের চা বাগান অধ্যুষিত এলাকা থেকে উদ্ধার হল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এর আগে কখনও এই ভাবে বাগানের বাড়ির ভেতরে কিং কোবরা সাপ ঢুকে পড়ার ঘটনা ঘটেনি।