প্রতীকী ছবি
উদ্বোধনের পর পুজোর ধূম শহরের বেশ কিছু জায়গায়। এর মধ্যেই সোমবার শিলিগুড়ি পুলিশ এবং পর্যটন দফতরের তরফে প্রকাশিত হল পুজো গাইড ম্যাপ। শহরের রাস্তায় কীভাবে পুজোর ক’দিন যান নিয়ন্ত্রণ হবে সে সম্পর্কে আগেই জানিয়েছিলেন পুলিশকর্তারা। এদিন প্রকাশিত ওই ম্যাপে আরও বিস্তারিতভাবে সেগুলি বলা হয়েছে। এদিন ওই ম্যাপ উদ্বোধন করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। কিন্তু এবারের পুজো গাইড ম্যাপে করোনা নিয়ে সচেতনতার কোনও বার্তা প্রকাশ করা হয়নি।
কমিশনারেটের ৬টি থানা এলাকায় ১০৪টি পুজো গাইড ম্যাপে স্থান পেয়েছে। যদিও পুলিশকর্তারা জানান, শহরে এবার ছোট বড় মিলিয়ে প্রায় ৫০০ পুজো কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে। শহরে ২৬টি পুলিশ সহায়তাকেন্দ্র থাকছে। পর্যটন লজ এবং পর্যটন তথ্যকেন্দ্রের বিবরণও থাকছে ম্যাপে।
এদিন পুজো গাইড ম্যাপ প্রকাশিত হলে দেখা যায়, তাতে যান নিয়ন্ত্রণ বিধি, পথ নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা, তাঁর আকা ছবি এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাম্বুল্যান্স পরিষেবার তথ্য রয়েছে। কিন্তু কোথাও করোনা সংক্রান্ত সচেতনতা বার্তা প্রকাশিত হয়নি। এই সময় বিশেষ করে যেখানে কলকাতা হাইকোর্ট মণ্ডপগুলিতে ঢোকা যাবে না বলে জানিয়ে দিয়েছে এবং শিলিগুড়িতে সংক্রমণ কমেনি, ভিড় বাড়ছে, সেখানে অন্তত কিছু বার্তা এবারের গাইড ম্যাপে থাকা উচিত ছিল। উদ্বোধনের পরে এ প্রসঙ্গে মন্ত্রী গৌতম অবশ্য জানান, ‘‘পুজো গাইড ম্যাপে করোনার প্রচার রাখা হয়নি ঠিকই, কিন্তু করোনার বার্তা নিয়ে আলাদা করে প্রচারপত্র ওই গাইড ম্যাপের সঙ্গেই বিলি করা হবে। সেগুলি ছাপতে গিয়েছে।’’ এদিন থেকেই শহরে চালু হয়ে গিয়েছে, যান নিয়ন্ত্রণ। পুলিশকর্তারা জানান, তা আগামী ২৯ অক্টোবর ত্রয়োদশী পর্যন্ত শহরে কার্যকর থাকবে।