ব্যাজে বিতর্ক

পোলিং এজেন্ট নন, অথচ শিলিগুড়ি বিধানসভার সিপিএম-কংগ্রেস জোটের প্রার্থী অশোক ভট্টাচার্যের নাম লেখা ব্যাজ পড়ে এক ব্যক্তি ভোট কেন্দ্রের মধ্যে ঢুকে পড়েছিলেন বলে অভিযোগ তৃণমূলের।

Advertisement
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৬ ০২:২৪
Share:

পোলিং এজেন্ট নন, অথচ শিলিগুড়ি বিধানসভার সিপিএম-কংগ্রেস জোটের প্রার্থী অশোক ভট্টাচার্যের নাম লেখা ব্যাজ পড়ে এক ব্যক্তি ভোট কেন্দ্রের মধ্যে ঢুকে পড়েছিলেন বলে অভিযোগ তৃণমূলের। শিলিগুড়ি গার্লস হাইস্কুলের বুথে ওই ঘটনা নিয়ে অভিযোগ তুলেছে তারা। গৌতম দেব ওই কেন্দ্রে ভোট দিতে গেলে আবীর সরকার নামে এক তৃণমূল কর্মী তাকে এ ব্যাপারে অভিযোগ জানান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে তাঁরা জানান। গৌতমবাবু বলেন, ‘‘সিপিএম বরাবর এই সমস্ত কৌশল করেই ভোট করায়। সিপিএমের জেলা নেতৃত্ব জানান, অশোকবাবুর পোলিং এজেন্ট তাঁর নাম লেখা ব্যাজ তো পড়বেন। তা ছাড়া অন্য কেউ অশোকবাবুর নাম লেখা ব্যাজ পড়ে ভিতরে যায়নি বলে জানান সিপিএমের জেলা সম্পাদক জীবেশ সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement