আলিপুরদুয়ারে বসেছিল গণবিবাহের আসর। বুধবার সেখানে উপস্থিত থেকে নবদম্পতিদের আশীর্বাদ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, অন্য সকলের সঙ্গে পা মেলালেন নাচের তালেও।
মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকালে আলিপুরদুয়ারের কালচিনির সুভাষিণী চা-বাগানে গণবিবাহের আসর বসেছিল। সেখানে ৫১০ জোড়া তরুণ-তরুণীর বিয়ের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। নবদম্পতির হাতে উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী। সেখানেই দেখা যায় ভিন্ন মমতাকে।
অনুষ্ঠানে আদিবাসী তরুণীরা মেতে ওঠেন নাচে। তাতে পা মেলান মুখ্যমন্ত্রীও। কালচিনির এই গণবিবাহে উপস্থিত পাত্রপাত্রীরা বেশির ভাগই এসেছিলেন জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা থেকে। তাদের মধ্যে সিংহভাগই আদিবাসী এবং রাভা সম্প্রদায়ের।