ভোট করিয়ে থেকে ফেরার পথে খাদে বাস পড়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২। মৃত দুই ভোটকর্মীর পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানাল দার্জিলিং জেলা প্রশাসন। গত রবিবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে দার্জিলিংয়ের বিজনবাড়ি এলাকায়। ভোটকর্মীদের গাড়িটি প্রায় আটশো ফুট গভীর খাদে পড়ে যায়। গাড়িতে থাকা চালক-সহ ৭ জন গুরুতর জখম হন। এর মধ্যে দু’জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও ছিলেন। পুলিশ জানিয়েছে, মৃত বিষ্ণু রাওয়াতের (৪০) বাড়ি মিরিকের সৌরনিতে। তিনি একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের করণিক ছিলেন। অন্য জন নারায়ণচন্দ্র প্রধানের (৩৬)বাড়ি ওড়িশায়। তিনি সিআরপিএফের জওয়ান হিসাবে কর্মরত ছিলেন। এ দিন দেহ দু’টি তাঁদের পরিবারের কাছে পাঠানো হয়েছে। আহতদের শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। বাকি এক সিআরপিএফের জওয়ানকে দার্জিলিং সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এরই মধ্যে সোমবার ভোটকর্মীরা গাড়ির দাবিতে সকালে ঘণ্টাখানেক কালিম্পং থানার সামনে বিক্ষোভ দেখান। পরে তাঁদের জন্য প্রশাসন গাড়ির ব্যবস্থা করে।
দার্জিলিংয়ের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানান, বিজনবাড়ির রেলিং হাইস্কুল বুথ থেকে ফেরার সময় কীভাবে গাড়িটি পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে।