বুধবার অন্দরানফুলবাড়ি এলাকার বিজেপি কর্মী স্বপন দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয় স্থানীয় একটি স্কুলে।
বিজেপি কর্মী খুন এবং দলের সর্বভারতীয় সভাপতির গাড়িতে হামলার প্রতিবাদে তুফানগঞ্জে ধিক্কার মিছিল ও পথ অবরোধ করলেন দলীয়কর্মীরা। বৃহস্পতিবার দুপুরের ওই অবরোধ শেষে পুলিশ এসে তোলে।
বুধবার অন্দরানফুলবাড়ি এলাকার বিজেপি কর্মী স্বপন দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয় স্থানীয় একটি স্কুলে। বিজেপি-র অভিযোগ, ওই কর্মীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওই ঘটনায় প্রকৃত দোষীদের শনাক্ত করে গ্রেফতারের দাবিতে বিজেপি কার্যালয় থেকে একটি ধিক্কার মিছিল বার করেনদলের কর্মী-সমর্থকরা।ধিক্কার মিছিলের পাশাপাশি তুফানগঞ্জ থানা চৌপথি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপিকর্মীরা। প্রায় এক ঘণ্টা ধরে চলে অবরোধ।শেষে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।
অন্য দিকে,নড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এমজিরোডঅবরোধ করে বিজেপি। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেনদলীয় সমর্থকেরা।
আরও পড়ুন: লোক নেই, তাই কনভয়ে হামলার নাটক করছেন, বললেন মমতা
আরও পড়ুন: চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব, স্বাভাবিক রক্তচাপ, পালস রেট