যোগীর সভায় লক্ষ্য দেড় লক্ষ 

বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রা তথা রথ স্থগিত হয়েছে। বার হয়নি দাড়িভিট রথও। সেই হতাশা কাটিয়ে রায়গঞ্জে যোগী আদিত্যনাথের সভা ঘিরে জোর প্রস্তুতি শুরু জেলা বিজেপির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ০৫:১৬
Share:

যোগী আদিত্যনাথ। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রা তথা রথ স্থগিত হয়েছে। বার হয়নি দাড়িভিট রথও। সেই হতাশা কাটিয়ে রায়গঞ্জে যোগী আদিত্যনাথের সভা ঘিরে জোর প্রস্তুতি শুরু জেলা বিজেপির। সব কিছু ঠিক থাকলে আগামী ৩ ফেব্রুয়ারি সভা হবে। রায়গঞ্জ ছাড়াও বালুরঘাটে একই দিনে সভা করবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। মালদহে অমিত শাহের সভার পর দুই দিনাজপুরে যোগীর সভা দলকে আরও বেশি করে অক্সিজেন যোগাবে বলে নেতৃত্ব আশাবাদী। এই সভা থেকে দুই জেলায় লোকসভা ভোটের প্রচারে পুর দস্তুর নেমে পড়ছে বিজেপি নেতৃত্ব।

Advertisement

রবিবার আদিত্যনাথের সভার মাঠ ঠিক করতে রায়গঞ্জে বিভিন্ন জায়গা পরিদর্শন করেন জেলা নেতৃত্বের একাংশ।
তার মধ্যে বারদুয়ারি, কাশিবাটী এলাকায় জায়গা দেখা হয়। রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ টাউন ক্লাব মাঠ দেখা হয়। রায়গঞ্জ শহরে বড় মাঠের অভাব রয়েছে। সে ক্ষেত্রে বারদুয়ারি, কাশিবাটীর মাঠ পছন্দ দলীয় নেতাদের একাংশের। কাশিবাটীতে ১৫ বিঘা চাষের জমি দেখি হয়েছে। বারদুয়ারিতে আরও দুটি জায়গা দেখা হয়।

এ দিন ওই সভার প্রস্তুতি নিয়ে বৈঠক করেন বিজেপির উত্তরবঙ্গের আহ্বায়ক রথীন্দ্রনাথ বসু। বিজেপি সূত্রেই দাবি করা হয়, সভায় দেড় লক্ষাধিক লোক জমায়েতের টার্গেট নেওয়া হয়েছে।

Advertisement

যদিও জেলা কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, ‘‘বিজেপির সভা নিয়ে আমরা চিন্তিত নই।’’ বিজেপির জনসভাকে গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement