Gangarampur Mystery Death

দুই মেয়েকে রেখে যুবকের সঙ্গে পালিয়েছেন স্ত্রী, দু’দিন নিখোঁজের পর স্বামীর দেহ মিলল ধানখেতে!

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রোহিত রায় (৩২)। তাঁর বাড়ি কুশমন্ডি থানার শিকারপুর এলাকায়। ভিন্‌রাজ্যে শ্রমিকের কাজ করতেন রোহিত। তবে বর্তমানে বাড়িতেই ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৫:৪৪
Share:
Body Recovery

—প্রতীকী চিত্র।

ধানের খেত থেকে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার। মঙ্গলবার বাংলা নববর্ষের সকালে এই ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার শুকদেবপুর লেবুতলা এলাকায়। মৃত্যুর নেপথ্যে খুন না কি অন্য কোনও কারণ আছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মৃতের পরিচয়ও জানা গিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রোহিত রায় (৩২)। তাঁর বাড়ি কুশমন্ডি থানার শিকারপুর এলাকায়। ভিন্‌রাজ্যে শ্রমিকের কাজ করতেন রোহিত। তবে বর্তমানে বাড়িতেই ছিলেন। স্থানীয়েরা জানাচ্ছেন, পারিবারিক জীবনে অশান্তিতে ছিলেন রোহিত। বছর দু’য়েক আগে দুই মেয়েকে বাড়িতে রেখে এক যুবকের সঙ্গে রোহিতের স্ত্রী পালিয়ে যান। তার পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন যুবক।

পরিবার সূত্রে জানা যাচ্ছে, গত রবিবার বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি রোহিত। পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা অনেক খোঁজাখুজি করেও তাঁকে পাননি। মঙ্গলবার শুকদেবপুর লেবুতলা এলাকায় ধানের খেতে তাঁর দেহ দেখতে পান স্থানীয় কয়েক জন মানুষ। দেহের পচন দেখে মনে করা হচ্ছে, রবিবারই মৃত্যু হয়েছিল তাঁর। পুলিশ দেহ উদ্ধার করে প্রথমে গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখানে চিকিৎসকেরা মৃত্যু নিশ্চিত করার পরে শুরু হয় ময়নাতদন্তের তোড়জোড়। ইতিমধ্যে রহস্যমৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement