Adenovirus

শিশুদের ভিড় বাড়ছে, বাড়ানো হচ্ছে শয্যাও

জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর পর্যন্ত হাসপাতালে ৮৪টি শিশু ভর্তি রয়েছে। তাদের মধ্যে জ্বর-শ্বাসকষ্ট তথা ‘এআরআই’ নিয়ে আক্রান্ত ৫৭জন।

Advertisement

সৌমিত্র কুণ্ডু , অর্জুন ভট্টাচার্য  

জলপাইগুড়ি, শিলিগুড়ি শেষ আপডেট: ১০ মার্চ ২০২৩ ০৯:৪৪
Share:

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগে টিকিটের জন্য লাইন। ছবি: স্বরূপ সরকার

জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে শিশুদের ভিড় বাড়ছে বহির্বিভাগে। ভর্তি‌ও করতে হচ্ছে অনেককে। বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু বিভাগে ‘অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন’ (এআরআই) নিয়ে নতুন করে কয়েকটি শিশু ভর্তি হয়েছে। ছুটিও হয়েছে কয়েক জনের। সব মিলিয়ে দুপুর পর্যন্ত ১৮টি শিশু ভর্তি রয়েছে।

Advertisement

তবে বহির্বিভাগে এ দিন জ্বর, সর্দি নিয়ে শিশুদের ভিড় ছিল উত্তরবঙ্গ মেডিক্যাল, শিলিগুড়ি জেলা হাসপাতাল, জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজ সর্বত্র। জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে জ্বর-সর্দি নিয়ে শিশুদের ভর্তি বেড়ে যাওয়ায় আরও শয্যা বাড়ানোর কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। না হলে, দু’টি শয্যা জোড়া গিয়ে যে ভাবে গাদাগাদি করে শিশু এবং তাদের মায়েদের থাকতে হচ্ছে, তাতে সমস্যা হচ্ছে। সম্প্রতি ‘এআরআই’ আক্রান্ত শিশু বেড়ে যাওয়ায়, ২০টি শয্যা বাড়িয়েছিলেন তাঁরা। ফের আরও ২০টি শয্যা বাড়ানোর কথা জানান কর্তৃপক্ষ। এ দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তথা ভাইস প্রিন্সিপাল কল্যাণ খান বলেন, "শিশুদের ভিড় বাড়তে থাকায় আরও অন্তত ২০টি শয্যা বাড়াতে হচ্ছে। প্রয়োজনে, আরও শয্যা বাড়ানো হবে।"

জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর পর্যন্ত হাসপাতালে ৮৪টি শিশু ভর্তি রয়েছে। তাদের মধ্যে জ্বর-শ্বাসকষ্ট তথা ‘এআরআই’ নিয়ে আক্রান্ত ৫৭জন। চিকিৎসাধীনদের মধ্যে সাতটি শিশুর অক্সিজেন চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। এ দিন দুপুর পর্যন্ত নতুন করে আরও ১০টি শিশুকে ‘এআরআই’ সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

এ দিন সকাল থেকেই জলপাইগুড়ি সরকারি মেডিক্যালের আউটডোরে ভিড় উপচে পড়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার জানান, জেলার সব ব্লকেই জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত শিশুদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থাই নেওয়া হয়েছে।উত্তরবঙ্গ মেডিক্যালের সুপার সঞ্জয় মল্লিক এ দিন জানান, ‘এআরআই’ আক্রান্তদের মধ্যে কয়েক জন সুস্থ হওয়ায় এ দিন তাদের ছুটি দেওয়া হয়েছে। তেমনই কয়েক জন ‘এআরআই’ নিয়ে ভর্তি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। উদ্বেগের কারণ নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement